কলকাতা: শুক্রবার ১৪ ঘণ্টা তল্লাশি চলেছে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে। আধিকারিকরা তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছেন তদন্তের স্বার্থে। গোটা ঘটনা ঘিরে শুক্রবার টান টান উত্তেজনা ছিল গোটা শ্রীভূমিতে। শনিবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ীই গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দিলেন মন্ত্রী। যাওয়ার আগে আরও একবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছোড়েন তিনি। শুক্রবার সকালে সুজিত বসুর বাড়িতে তল্লাশি চলছিল, তখন শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছিলেন, “ব্যাগ গুছিয়ে রাখুন। শীতের জামা ব্যাগে রেখে দিন।” আর সেই প্রসঙ্গেই এবার শুভেন্দুকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন সুজিত বসু।
বাড়ি থেকে বেরিয়ে গঙ্গাসাগর যাওয়ার পথে সুজিত বলেন, “আমি গঙ্গাসাগরে যাচ্ছি আজ। ওখানে প্রচণ্ড ঠান্ডা। তাই শীতের পোশাক নিয়েছি ব্যাগে। আর বাকিটা আমি যা বলব, গঙ্গাসাগর থেকে ফিরে এসে বলব।” তিনি আরও বলেন, “প্রথম কথা হচ্ছে, অর্ধশিক্ষিতদের সঙ্গে কথা বলা উচিত নয়। আমি কারোর পরিবার নিয়ে বলি না। কিন্তু ওঁ ওঁদের পরিবারটাকে দেখুন। আয়নার নিজের মুখটা দেখুন। ওঁ কী করেছে, আমি সবটা জানি। বলব না? বলব, সবটা বলব। আমি সবটা জানি। সবটা বলব”
কার্যত এই কথা শুক্রবার ইডি আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই বলেছিলেন সুজিত বসু। তিনি বলেন, “আমি ইডি আধিকারিকদের কোনও দোষ দিই না। কিন্তু শুভেন্দু কী করেছেন, এখন বড় বড় কথা বলছেন। ওঁ নিজে আগে নিজের মুখটা আয়নায় দেখুন। আমি তো সবটা জানি। চুরি করেছি বলেই অন্য দলে গিয়েছেন।”
কলকাতা: শুক্রবার ১৪ ঘণ্টা তল্লাশি চলেছে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে। আধিকারিকরা তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছেন তদন্তের স্বার্থে। গোটা ঘটনা ঘিরে শুক্রবার টান টান উত্তেজনা ছিল গোটা শ্রীভূমিতে। শনিবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ীই গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দিলেন মন্ত্রী। যাওয়ার আগে আরও একবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছোড়েন তিনি। শুক্রবার সকালে সুজিত বসুর বাড়িতে তল্লাশি চলছিল, তখন শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছিলেন, “ব্যাগ গুছিয়ে রাখুন। শীতের জামা ব্যাগে রেখে দিন।” আর সেই প্রসঙ্গেই এবার শুভেন্দুকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন সুজিত বসু।
বাড়ি থেকে বেরিয়ে গঙ্গাসাগর যাওয়ার পথে সুজিত বলেন, “আমি গঙ্গাসাগরে যাচ্ছি আজ। ওখানে প্রচণ্ড ঠান্ডা। তাই শীতের পোশাক নিয়েছি ব্যাগে। আর বাকিটা আমি যা বলব, গঙ্গাসাগর থেকে ফিরে এসে বলব।” তিনি আরও বলেন, “প্রথম কথা হচ্ছে, অর্ধশিক্ষিতদের সঙ্গে কথা বলা উচিত নয়। আমি কারোর পরিবার নিয়ে বলি না। কিন্তু ওঁ ওঁদের পরিবারটাকে দেখুন। আয়নার নিজের মুখটা দেখুন। ওঁ কী করেছে, আমি সবটা জানি। বলব না? বলব, সবটা বলব। আমি সবটা জানি। সবটা বলব”
কার্যত এই কথা শুক্রবার ইডি আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই বলেছিলেন সুজিত বসু। তিনি বলেন, “আমি ইডি আধিকারিকদের কোনও দোষ দিই না। কিন্তু শুভেন্দু কী করেছেন, এখন বড় বড় কথা বলছেন। ওঁ নিজে আগে নিজের মুখটা আয়নায় দেখুন। আমি তো সবটা জানি। চুরি করেছি বলেই অন্য দলে গিয়েছেন।”