Sikkim Flood: উত্তরবঙ্গে ২৪ কোটি টাকার ক্ষতিপূরণ, পরিদর্শনে রাজ্যের প্রতিনিধি দল
Sikkim Flood: উত্তরবঙ্গ সফর নিয়ে বলেন, "প্রাকৃতিক দুর্যোগে কালিম্পঙের কয়েকটি জায়গায় খুবই বিধ্বস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই সকাল থেকে রাত পর্যন্ত মনিটরিং করছেন।"
কলকাতা: উত্তরবঙ্গে বিধ্বস্ত এলাকার জন্য ২৪ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর উত্তরবঙ্গ সফর নিয়ে বলেন, “প্রাকৃতিক দুর্যোগে কালিম্পঙের কয়েকটি জায়গায় খুবই বিধ্বস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই সকাল থেকে রাত পর্যন্ত মনিটরিং করছেন।”
তিনি জানান, রাজ্য সরকারের তরফ থেকে ২৪ কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণ করে। তিনি বলেন, “সিকিম খুব বিধ্বস্ত হয়েছে। সেখানে ভয়াবহতা রয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকার সাহায্য করেছে, তাকে সাধুবাদ জানাই। বিমাতৃসুলভআচরণ কাকে বলে। একইভাবে এফেক্টেড হল কালিম্পঙ কিন্তু সেখানে কোন কেন্দ্রীয় সাহায্য নেই।” মুখ্যমন্ত্রী মনিটারিং করছেন, ২৪ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃহস্পতিবার রাতে তিস্তা ব্যারেজ থেকে ৩২৭৮.৮১ কিউসেক জল ছাড়া হয়েছে। রাতে কালিঝোড়া থেকেও ফের জল ছাড়া হয়। তিস্তায় কোনও বিপদসঙ্কেত জারি না হলেও সতর্ক পুরসভা। তিস্তায় জল বাড়ার আশঙ্কায় মাইকিং করেছে প্রশাসন। এদিকে, বৃহস্পতিবার রাতে বন্যার আতঙ্কে ঘর ছেড়ে রাস্তা ও বাঁধে আশ্রয় নিল ওদলাবাড়ির শতাধিক পরিবার। প্লাস্টিক টাঙিয়ে রাস্তার ওপর, বাঁধের ওপর রাত জেগে রয়েছে আতঙ্কিত গ্রামবাসীরা। সূত্রের খবর, সিকিম থেকে ফের জল ছাড়া হতে পারে, আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।