
SIR-এর প্রথম ধাপের কাজ মোটামুটি শেষ। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এনুমারেশন ফর্ম জমা দেওয়া শেষ হয়েছে। ভেরিফিকেশনের কাজও শেষ। এবার প্রথম খসড়া তালিকা প্রকাশ করার পালা। কাউন্টডাউন শুরু। প্রথম পর্ব শেষে সামনে এল নতুন তরজা। কোথায় কত নাম বাদ পড়তে পারে? তৃণমূল না বিজেপি, কার এলাকায় বেশি নাম বাদ পড়ল? খসড়া বেরনোর আগে সেই হিসেবটা দেখে নেওয়া যাক। সাধারণ মানুষের কাছে এসআইআর নিছকই একটা নির্বাচন কমিশনের প্রক্রিয়া। নিজের নামটা টিকিয়ে রাখার জন্য যা যা করতে হয়, সেটাই সবাই করেছেন। কিন্তু রাজনৈতিক দলের কাছে এই প্রক্রিয়া একটা বৃহত্তর অঙ্ক। অনেকেই মনে করছেন, খসড়া তালিকা বা চূড়ান্ত তালিকার ভোটার সংখ্যা বদলে দিতে পারে ভোটের হিসেবও। বিজেপি নেতারা বলেছিলেন ১ কোটির বেশি নাম বাদ যাবে। তাঁরা এখনও তাঁদের অবস্থানে অনড়। কিন্তু কমিশন সূত্রে যে হিসেব সামনে আসছে, তাতে সংখ্যাটা ৫৮ লক্ষের কিছু বেশি। ...