Chaos in Yuva Bharati: ‘বিয়ে ফেলে মেসিকে দেখতে এসেছিলাম…’, হাত কামড়িয়ে বললেন যুবক

Messi in Kolkata: কেউ টিকিট কেটেছিলেন, ৫ হাজারের, কেউ বা টিকিট কেটেছিলেন ১৪ হাজার টাকার। তারপরেও মেসির দেখা মিলল না, এমনটাই অভিযোগ। যার জেরে তৈরি হল বিশৃঙ্খলা। প্রথমে স্টেডিয়াম থেকে জলের বোতল ছুড়লেন একাংশ। যা কর্তৃপক্ষের নজরে আসতেই মেসি ও অন্য়ান্য় ফুটবলারদের নিয়ে বেরিয়ে গেল কর্তৃপক্ষ।

Chaos in Yuva Bharati: বিয়ে ফেলে মেসিকে দেখতে এসেছিলাম..., হাত কামড়িয়ে বললেন যুবক
ক্ষিপ্ত যুবকImage Credit source: X

|

Dec 13, 2025 | 7:17 PM

কলকাতা: বিয়ে ছেড়ে দেখতে এলেন মেসিকে। কিন্তু পেলেন কি? এক রাশ বিষণ্ণতা। মেসির দেখা মিলল না, দেখা মিলল কাদের? মন্ত্রী-কর্তা-বিশিষ্টদের। কিন্তু মেসি কোথায় গেলেন? একাংশ বলছেন, ‘ঢাকা পড়লেন।’ শুধু মেসিই নয়, ‘মন্ত্রী-কর্তাদের ঘেরাটোপে’ সাধারণের চোখের সামনে একবারের জন্য ভেসে উঠল না লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলের জলজ্যান্ত ছবি। তা হলে হাজার-হাজার টাকা টিকিট কাটা একেবারে বৃথা? আপাতত এমনই মতামত পোষণ করছেন শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে আসা দর্শকরা।

কেউ টিকিট কেটেছিলেন, ৫ হাজারের, কেউ বা টিকিট কেটেছিলেন ১৪ হাজার টাকার। তারপরেও মেসির দেখা মিলল না, এমনটাই অভিযোগ। যার জেরে তৈরি হল বিশৃঙ্খলা। প্রথমে স্টেডিয়াম থেকে জলের বোতল ছুড়লেন একাংশ। যা কর্তৃপক্ষের নজরে আসতেই মেসি ও অন্য়ান্য় ফুটবলারদের নিয়ে বেরিয়ে গেল কর্তৃপক্ষ। এরপরই আরও উন্মত্ত হয়ে উঠল আগত দর্শক-সমর্থকরা। দখল নিল ক্রীড়াঙ্গনের। চলল ভাঙচুর।

এই উন্মত্ত জনতার মাঝেই ছিলেন আরও এক দর্শক। তাঁর নাম জানা সম্ভব হয়নি। সংবাদসংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘আজ আমার বিয়ে ছিল। সেটা ছেড়ে আমি মেসিকে দেখতে এলাম। কিন্তু প্রত্যাশা পূর্ণ হয়নি। অবশ্য, এটাও ঠিক যে ওনার উপস্থিতি আমার খুব ভাল লেগেছে। উনি এসেছেন এটাই অনেক। কিন্তু এত দূর থেকে যা দেখলাম, সত্যিই এমনটা ভাবি না। আরও একটু ভাল কিছু প্রত্যাশা করে এসেছিলাম।’

গ্রেফতার শতদ্রু

শনিবার থেকে শুরু হওয়া মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। কলকাতায় হয়ে হায়দরাবাদে নিয়ে যাওয়ার কথা ছিল তাঁকে। যুবভারতীতে বিশৃঙ্খলা ছড়াতেই সেই পথে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়েন তিনি। কিন্তু কলকাতা বিমানবন্দর থেকেই শতদ্রুকে গ্রেফতার করে পুলিশ।