
কলকাতা: কালীপুজোর মুখে মেঘে ঢাকল আকাশ। এদিন রাজ্যের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে। এমনটাই জানাল আবহাওয়া দফতর। এদিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গে আবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। জলপাইগুড়ির কিছু অংশেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবছে। বাকি জেলাতে হাওয়া মোটামুটি শুষ্কই থাকছে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবারই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কা থাকছে। বৃহস্পতিবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। রয়েছে সেই সতর্কতাই।
তবে নতুন নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে পুজোর মুখে, পুজোর মধ্যে, পুজোর পরে ব্যাপক বৃষ্টি দেখেছে বাংলা। লাগাতার ঘূর্ণাবর্ত, লাগাতার নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ফলে কালীপুজোর মুখে নিম্নচাপের পূর্বাভাসে আগাম ঠাকুর দেখা শুরু করে দিয়েছে বঙ্গবাসী। উদ্বোধনের আগেই প্যান্ডেলে প্যান্ডেলে ঢল নামছে দর্শনার্থীদের। ভিড় কলকাতা থেকে বারাসত, নৈহাটির প্যান্ডেলগুলিতে।
রবিবার সকাল থেকেই বহু জায়গাতেই আংশিক মেঘলা আকাশের দেখা মিলল। তাপমাত্রাও স্বাভাবিকের উপরে। ফলে রীতিমতো গরম থাকছে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস থাকছে। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে অন্যান্য জেলাতে খুব বেশি বৃষ্টি না হলেও মোটের উপর মেঘলা আকাশই থাকবে। তবে কালীপুজো এবং ভাইফোঁটা পর্যন্ত, সোমবার থেকে বুধবার আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও।