মালদহ: যাত্রী বোঝাই ট্রেনটি বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। ভিতরে তখন বোঝাই যাত্রী। আচমকাই ধোঁয়া দেখে আতঙ্ক ছড়াল ট্রেনের মধ্যে। যাত্রীরাই শুধু নন, স্টেশনে উপস্থিত রেলকর্মীদেরও চোখে পড়ে সেই ধোঁয়া। তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেন। ফিরিয়ে আনা হয় মালদহ স্টেশনে। এরপরই দ্রুততার সঙ্গে যাত্রীদের নামিয়ে আনার ব্যবস্থা করেন রেল কর্মীরা। কারও কোনও ক্ষতি হয়নি বলেই রেল সূত্রে জানা যাচ্ছে। সম্প্রতি বালেশ্বরে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেই ঘা এখনও দগদগে। এছাড়া মাদুরাইতে সাম্প্রতিক একটি ঘটনায় ট্রেনে আগুন লেগে মৃত্যু হয়েছে একাধিক যাত্রীর। তাই ধোঁয়া দেখেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাঁদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
22502 বেঙ্গালুরু সুপরাফাস্ট এক্সপ্রেস ট্রেনটি অসমের নিউ তিনসুকিয়া থেকে বেঙ্গালুরুর যাচ্ছিল ট্রেনটি। মালদহ ছেড়ে এগোনোর পরই একটি এসি থ্রি টায়ার কোচে ধোঁয়া দেখা যায়। এরপরই ট্রেনটিকে মালদহ স্টেশনে ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছেন, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, কোনও ঝুঁকি না নিয়ে তৎপরতার সঙ্গে কোচ সরানোর ব্যবস্থা করা হয়। অন্য কোচ লাগিয়ে তবেই ছাড়া হয় ট্রেনটি। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখা হয়েছিল বলে জানিয়েছেন রেলের আধিকারিক।
সম্প্রতি মাদুরাইতে একটি কামরায় থাকা ৯ জন যাত্রীর মৃত্যু হয়। পরে জানা যায়, ট্রেনের মধ্যে ওই যাত্রীরা স্টোভ জ্বালানোর চেষ্টা করছিল। সেখান থেকেই অগ্নিসংযোগ হয়ে পুড়ে যায় গোটা কামরা। উল্লেখ্য, ট্রেনের মধ্যে স্টোভ জাতীয় জিনিস বহন করা যায়।