New Alipore: রাতের নিউ আলিপুর ব্রিজে এই কাণ্ড? মাথায় হাত এলাকাবাসীর

জানা গিয়েছে, টাকা না পেয়ে একদল যুবক বাইকে থাকা যুবকের থেকে জোর করে পাঁচ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপরই চারু মার্কেট থানায় গতকাল রাতেই লিখিত অভিযোগ হয়। সেই অভিযোগের ভিত্তিতে রাজদেব নাথ ও বিজয় পাল নামে দুই যুবকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে তদন্তে চারু মার্কেট থানার পুলিশ।

New Alipore: রাতের নিউ আলিপুর ব্রিজে এই কাণ্ড? মাথায় হাত এলাকাবাসীর
এদের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 25, 2025 | 8:54 PM

কলকাতা: তখন একটু রাত হয়েছে। বাইক নিয়ে এক ব্যক্তি নিউ-আলিপুর ব্রিজ দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই যত অনর্থ। হঠাৎ অন্ধকারেই বাইক থামালেন কয়েকজন যুবক। আর তারপরই…। এম ঘটনার সাক্ষী থাকতে হবে তা কার্যত ভাবেননি। এবার খাস কলকাতায় তোলাবাজির অভিযোগ। হাত দেখিয়ে বাইক দাঁড় করিয়ে এক যুবকের কাছ থেকে তোলাবাজি অভিযুক্তদের। টাকা না পেয়ে রীতিমতো ঝামেলা শুরু করে তারা। এই ঘটনায় চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার নিউ আলিপুর ব্রিজের কাছে। সেখানেই বাইক থামিয়ে তোলাবাজির অভিযোগ উঠছে।

জানা গিয়েছে, টাকা না পেয়ে একদল যুবক বাইকে থাকা যুবকের থেকে জোর করে পাঁচ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপরই চারু মার্কেট থানায় গতকাল রাতেই লিখিত অভিযোগ হয়। সেই অভিযোগের ভিত্তিতে রাজদেব নাথ ও বিজয় পাল নামে দুই যুবকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে তদন্তে চারু মার্কেট থানার পুলিশ।

সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন, “সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন, “আমরা কোর্টে বলেছি সবটা। তবে চাঁদার বিষয়টি সঠিক নয়। ওই ভদ্রলোক বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁর বাইক দাঁড় করানো হয়। এরপর বলা পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য। তার জন্য ডাকাতির ধারাতেই মামলা করা হয়েছে। মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়। তবে এই গ্যাংয়ে কারা ছিল, সবটা দেখছে পুলিশ। মোবাইল বাজেয়াপ্ত করেছে।”