কলকাতা: শনিবারের মতো রবিবারও সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। এদিন সন্ধ্যাতেও দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দক্ষিণবঙ্গে (South Bengal) রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। তবে সোমবার থেকে ফের রাজ্য়ে বাড়বে গরম। এমনকি সামনের সপ্তাহে শুধুমাত্র কলকাতাতেই (Kolkata) পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে পূর্বাভাস মিলিছে।
৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যাবে পশ্চিমের জেলাগুলিতেও। কোথাও কোথাও বইবে লু। মঙ্গলবারের পর তাপমাত্রা গড় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। মোটের উপর মঙ্গলবার থেকেই জেলায় জেলায় থাকবে শুকনো আবহাওয়া। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯০ শতাংশের আশে।
তবে আপাতত বড় দুর্যোগের হাত থেকে দক্ষিণবঙ্গ খানিক রেহাই পেল ছাড়া পাচ্ছে না উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে এদিন হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টির সম্ভাবনা থাকছে। বইতে পারে ঝোড়ো হাওয়া। এর মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে মঙ্গলবার থেকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলে জানা যাচ্ছে।