kasba Case: কবে খুলবে সাউথ ক্যালকাটা ল কলেজ? জানা গেল দিন

kasba Case: এর আগে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে পরিচালন সমিতির কাছে রিপোর্টও চান তিনি। কলেজ কর্তৃপক্ষের তরফে তার উত্তরে জানানো হয়েছিল, তদন্তের স্বার্থে পুলিশ কলেজ ক্যাম্পাসকে সিল করে রেখেছে। তাই অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ রাখা হয়েছে।

kasba Case: কবে খুলবে সাউথ ক্যালকাটা ল কলেজ? জানা গেল দিন
ফাইল ফোটোImage Credit source: TV9 বাংলা

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 04, 2025 | 4:00 PM

কলকাতা: কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। রাজ্যজুড়ে শোরগোলের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল’ কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কলেজের পরিচালন সমিতি। অবশেষে আদালতের নির্দেশে সোমবার থেকে খুলছে এই আইন কলেজ। তবে কলেজের ইউনিয়ন রুম তালাবন্ধই থাকবে।

কলেজের তরফে আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ থাকবে। একইসঙ্গে সাউথ ক্যালকাটা ল’ কলেজ পুনরায় খোলার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পড়াশোনার জন্য কলেজ খোলা যাবে। তারপরই কলেজের তরফে পুলিশকে মেইল পাঠানো হয়। পুলিশের তরফে নো অবজেকশন এসেছে। শুধু দুটো জায়গা ব্যবহার করা যাবে না। একটা ইউনিয়ন রুম আর একটা গার্ড রুম। ওই দুটো না হলেও কলেজ চলে।

আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় আরও বলেন, “পুলিশের তরফে বলা হয়েছে, কোনও নথি প্রকাশ করতে পারব না।” কলেজ খোলার নির্দেশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “কোনও একটি ঘটনা ঘটেছে। সেটা বিচারাধীন। কিন্তু, ছাত্রবিরোধী কোনও কাজ আমরা করতে পারি না।”

এর আগে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে পরিচালন সমিতির কাছে রিপোর্টও চান তিনি। কলেজ কর্তৃপক্ষের তরফে তার উত্তরে জানানো হয়েছিল, তদন্তের স্বার্থে পুলিশ কলেজ ক্যাম্পাসকে সিল করে রেখেছে। তাই অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ রাখা হয়েছে। এবার হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর খুলে যাচ্ছে এই আইন কলেজ। তবে কলেজে নিরাপত্তার জন্য কসবা থানাকে আবেদন জানানো হয়। কসবা থানা নিরাপত্তা দেওয়া নিয়ে ইতিবাচক সিগন্যাল দিয়েছে।