Kalipuja Special Local: কালীপুজোয় বারাসত-বারুইপুরের জন্য চলবে স্পেশ্যাল লোকাল, জেনে নিন টাইম টেবিল

Kali Puja Special Local: ডানকুনি থেকে বারাসত, রানাঘাট থেকে বারুইপুর, সব স্টেশনের জন্যই থাকছে এই স্পেশ্যাল লোকাল। তবে সবই চলবে রাতের দিকে। পূর্ব রেল যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে কালীপুজোর রাতে একজোড়া শিয়ালদহ-ডানকুনি স্পেশ্যাল লোকাল চালানো হবে।

Kalipuja Special Local: কালীপুজোয় বারাসত-বারুইপুরের জন্য চলবে স্পেশ্যাল লোকাল, জেনে নিন টাইম টেবিল
প্রতীকী ছবি Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 9:39 PM

কলকাতা: দুর্গাপুজোর ভিড় সামাল দিতে স্পেশ্যাল ট্রেন চালিয়েছিল রেল। এবার কালীপুজো-দীপাবলি উপলক্ষেও চলবে স্পেশ্যাল ট্রেন। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এদিন বিবৃতি জারি করে রেলের তরফে এ কথা জানানো হয়েছে। ১২ তারিখ রবিবার পূর্ব রেলের শিয়ালদহ শাখায় চলবে একগুচ্ছ স্পেশ্যাল লোকাল। প্রতিটা স্পেশ্যাল লোকালই থামবে প্রতি স্টেশনেই। 

ডানকুনি থেকে বারাসত, রানাঘাট থেকে বারুইপুর, সব স্টেশনের জন্যই থাকছে এই স্পেশ্যাল লোকাল। তবে সবই চলবে রাতের দিকে। পূর্ব রেল যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে কালীপুজোর রাতে একজোড়া শিয়ালদহ-ডানকুনি স্পেশ্যাল লোকাল চালানো হবে। শিয়ালদহ থেকে ডানকুনির উদ্দেশে ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে। ডানকুনি ঢুকবে রাত ১২টা ২৫ মিনিটে। ফের ধরবে ফিরতি পথ। তালিকায় রয়েছে একজোড়া শিয়ালদহ-বারাসত ইএমইউ স্পেশ্যাল। শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১২টা ১০ মিনিটে। ফিরতি পথে বারাসত থেকে ছাড়বে ১টা ১০ মিনিটে। 

তালিকায় রয়েছে একজোড়া শিয়ালদহ-রানাঘাট স্পেশ্যাল। শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে। রানাঘাট থেকে একটি ট্রেন ছাড়বে ১১টা ৪৫ মিনিটে। তালিকায় রয়েছে একজোড়া শিয়ালদহ-বারুইপুর স্পেশ্যাল লোকাল। শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ১২টায়। ফিরতি পথে বারুইপুর থেকে ছাড়বে ১টা ২৫ মিনিটে। শিয়ালদহ থেকে আরও একটি বারুইপুর লোকাল ছাড়বে বিকাল ৫টা ৩৫ মিনিটে।