Bengal STF: ব্যাগ থেকে বেরোল একের পর এক আগ্নেয়াস্ত্র, অস্ত্র কারবারির ‘পরিচয়’ জেনে থ STF

Bengal STF: রাজ্য এসটিএফ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ফাঁদ পাতে এসটিএফের একটি টিম। আসানসোল উত্তর পুলিশ স্টেশনের পলাশডিহার একটি পেট্রোল পাম্পের কাছে ফিরদৌস আলমকে ধরা হয়। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে নয়টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

Bengal STF: ব্যাগ থেকে বেরোল একের পর এক আগ্নেয়াস্ত্র, অস্ত্র কারবারির পরিচয় জেনে থ STF
কী বলছে রাজ্য STF?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 31, 2025 | 7:31 PM

কলকাতা: বেআইনি অস্ত্র কারবারের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য রাজ্য এসটিএফের। ধরা পড়ল বিহারের মুঙ্গের জেলার একটি অস্ত্র কারখানার পাণ্ডা। একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ তাঁকে আসানসোলের পলাশডিহার কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ ফিরদৌস আলম ওরফে লাড্ডু।

রাজ্য এসটিএফ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ফাঁদ পাতে এসটিএফের একটি টিম। আসানসোল উত্তর পুলিশ স্টেশনের পলাশডিহার একটি পেট্রোল পাম্পের কাছে ফিরদৌস আলমকে ধরা হয়। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে নয়টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। যার মধ্যে চারটি সেমি অটোমেটিক পিস্তল। এছাড়া ৬টি ম্যাগাজিন ও ১৪টি কার্তুজ উদ্ধার হয়েছে।

রাজ্য এসটিএফ জানিয়েছে, বছর চল্লিশের ফিরদৌস সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্র তৈরিতে সিদ্ধহস্ত। মুঙ্গেরে নিজের গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির অবৈধ কারখানা রয়েছে তাঁর। বিভিন্ন জায়গায় অস্ত্রগুলি বিক্রি করা হয়। বাংলাতে তাঁর বেআইনি অস্ত্র পাচার হয়। এবার তিনি নিজেই অস্ত্র বিক্রি করতে বাংলায় এসেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে পাকড়াও করে রাজ্য এসটিএফ। তাঁর বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় মামলা দায়ের হয়েছে।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বিভিন্ন জায়গায় বেআইনি অস্ত্র উদ্ধার করেছে রাজ্য এসটিএফ। ভোটের আগে ভিনরাজ্য থেকে বাংলায় অস্ত্র আসছে বলে অভিযোগ। কারা এই অস্ত্র কিনছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফিরদৌস কাকে অস্ত্র বিক্রি করতে এসেছিলেন, তা তদন্ত করে দেখছে রাজ্য় এসটিএফ।