Newtown: রোজগারের আশায় বেরিয়ে হল না ‘ঘরে ফেরা’, ভোররাতে রাস্তার ধারে মিলল টোটো চালকের রক্তাক্ত দেহ

Satyajit Mondal | Edited By: Avra Chattopadhyay

Mar 31, 2025 | 9:09 AM

Newtown: খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় ইকো পার্ক থানার পুলিশ। তাদের উদ্য়োগেই দেহটিকে চিনারপার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

Newtown: রোজগারের আশায় বেরিয়ে হল না ঘরে ফেরা, ভোররাতে রাস্তার ধারে মিলল টোটো চালকের রক্তাক্ত দেহ
মৃতের পরিবার
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: খাস কলকাতার বুকে ভয়াবহ কাণ্ড। সোমবার ভোররাতে নিউটাউনে উদ্ধার রক্তাক্ত দেহ। ওই এলাকার ১৪ নং ট্যাঙ্কের কাছে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে দেহটি।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় ইকো পার্ক থানার পুলিশ। তাদের উদ্য়োগেই দেহটিকে চিনারপার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

পুলিশ সূত্রে খবর, দেহটি স্থানীয় এক টোটো চালকের। নাম সুশান্ত ঘোষ। বাড়ি রাজারহাটের রিকজোয়ানি মাঝেরহাট পাড়া। পরিবারের দাবি, পেশায় গাড়ি চালক সুশান্ত, বাড়তি আয়ের জন্য মাঝে মধ্যে টোটো নিয়ে বেরিয়ে পড়ত। রবিবারও ছিল ঠিক তেমনই একটা দিন। একটু বাড়তি আয় করতে টোটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল সে।

তারপর থেকেই আর কোনও খোঁজ নেই সুশান্তের। অনেকবার ফোন করা হলেও কোনও সাড়া মেলে না সুশান্তেরর তরফে, দাবি পরিবারের। তারপর দিন পেরতেই এল মৃত্যুর খবর। কিন্তু একজন সাধারণ টোটো চালককে কোন রোষেই বা খুন করতে যাবে কেউ? এই নিয়ে খানিকটাই ধন্দেই পুলিশ।

সুশান্তের পরিবারের এক সদস্যের অভিযোগ, সম্পর্কের টানাপোড়েন এবং টাকার লেনদেন নিয়ে অনেক দিন ধরেই জর্জরিত ছিল সুশান্ত। আর সেই ভিত্তিতে সম্ভবত পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তাকে। পুলিশের অনুমান, কুপিয়ে খুন করা পর ভারী কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে সুশান্তকে। যার ফলে হওয়া অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে তার। ইতিমধ্য়েই এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।