AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC : আন্দোলনে পাশে থাকুক বুদ্ধিজীবীরা, চাইছে বিক্ষুব্ধ এসএসসি চাকরিপ্রার্থীরা

Agitation of SSC Job Seekers: বিক্ষোভকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও আজও কেন ২৪৩ দিন তাঁদের রাস্তায় কাটাতে হয়? কেন আত্মঘাতী হয় মেধাতালিকাভুক্ত বঞ্চিত প্রার্থী?

SSC : আন্দোলনে পাশে থাকুক বুদ্ধিজীবীরা, চাইছে বিক্ষুব্ধ এসএসসি চাকরিপ্রার্থীরা
এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Dec 14, 2021 | 8:16 PM
Share

কলকাতা: পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মহলের কাছে তাদের ন্যায্য দাবির হয়ে সওয়াল করার অনুরোধ করলেন এসএসসির আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে প্রেস ক্লাবের সামনে নবম-দ্বাদশ স্তরের বঞ্চিত মেধাতালিকাভুক্ত শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মেধাতালিকাভুক্ত সকল প্রার্থীর চাকরি তিনি সুনিশ্চিত করবেন। তাঁর উপর ভরসা রাখতে অনুরোধ করেছিলেন। বলেছিলেন, তিনি কথা দিলে কথা রাখেন। বিক্ষোভকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও আজও কেন ২৪৩ দিন তাঁদের রাস্তায় কাটাতে হয়? কেন আত্মঘাতী হয় মেধাতালিকাভুক্ত বঞ্চিত প্রার্থী? কেন কৃষক, মজদুর সমাজের ছেলেমেয়েরা পরীক্ষায় পাশ করেও দুর্নীতির শিকার হয়ে বঞ্চিতই থেকে যায়? কেন দুর্নীতির বলি হতে হয় শিক্ষিত মেধার? এমনই একগুচ্ছ প্রশ্ন তুলেছেন ২০১৬ নবম-দ্বাদশ স্তরের ২৪৩ দিন অনশনরত মেধাতালিকাভুক্ত বঞ্চিত প্রার্থীরা।

স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অভিযোগ

বঞ্চিত মেধাতালিকাভুক্ত আন্দোলনকারী এম ডি রাকিব হোসেন জানিয়েছেন, “আজ স্কুলগুলি শিক্ষকের অভাবে বন্ধ হওয়ার উপক্রম। এদিকে মেধাতালিকাভুক্ত বঞ্চিত প্রার্থীরা রাস্তায় বসে আছে তাদের ন্যায্য অধিকারের দাবিতে। শীত, ঝড়, মহামারির প্রচণ্ডতাকে উপেক্ষা করে তাদের দিন কাটে রাস্তায়। ন্যায্য চাকরির দাবিতে মেয়েদের রাত কাটে অনশন মঞ্চে। আমাদের প্রশ্ন; যে স্কুল সার্ভিস কমিশন আজ আইন দেখাচ্ছে তারা কোন আইনে নিজের গেজেটকে লঙ্ঘন করে নম্বর প্রকাশ না করে মেধাতালিকা প্রকাশ করে? কোন আইনে নিজের গেজেটে উল্লেখিত ১:১:৪ নিয়ম না মেনে নিয়োগ করে? কোন আইনে মেধাতালিকায় পেছনের সারিতে থাকা প্রার্থীকে আগে নিয়োগ দেয়? কোন আইনে এসএমএসে অবৈধ নিয়োগ দেয় গেজেটকে লঙ্ঘন করে? কোন আইনে অকৃতকার্য প্রার্থীরা চাকরি পায় আর কোন আইনে মেধাতালিকাভুক্ত প্রথম দফায় ডাক পেয়েও বঞ্চনার শিকার হয়?”

বুদ্ধিজীবীদের পাশে দাঁড়ানোর আবেদন বিক্ষোভকারীদের

বঞ্চিত মেধাতালিকাভুক্তরা আরও জানিয়েছেন; স্কুল সার্ভিস কমিশন নিজের গেজেটকে মান্যতা দিয়েই ১:১:৪ অনুপাতে নিয়োগ করে আইনি পথে মেধাতালিকাভুক্ত সকলের চাকরি সুনিশ্চিত করুক। তবেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়ণ হবে। তাদের এই অরাজনৈতিক আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে; ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। ন্যায্য চাকরি চাইতে গিয়ে পুলিশের দ্বারা বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে এসএসসি মেধাতালিকাভুক্ত বঞ্চিত প্রার্থীরা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের তাদের পাশে দাঁড়ানোর আর্জি রাখেন।

পুলিশি আচরণের প্রতিবাদে আইএসএফ

উল্লেখ্য, সোমবার কলকাতায় এসএসসি দফতরের সামনে বিক্ষোভরত এসএলএসটি চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের ‘নৃশংস’ আচরনের তীব্র নিন্দা জানিয়েছে আইএসএফ। পুলিশ মহিলা চাকরিপ্রার্থীদের সঙ্গেও ‘অভব্য’ আচরণ করেছে বলে অভিযোগ। এই ধরনের ঘটনা কোনওভাবেই কাম্য নয় বলে মনে করছেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী।

আজ ঘটনার ধিক্কার জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে আইএসএফ। সেখানে পুলিশের ভূমিকার নিন্দা করার পাশাপাশি একইসঙ্গে তুমুল সমালোচনায় বিদ্ধ করা হয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারকে। বলা হয়েছে, “মুখে যতই বাগাড়ম্বর করুক, তারা (রাজ্য সরকার) মোটেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। চাকরির নামে বেকার যুবক-যুবতীদের সঙ্গে প্রতারণা করতেও পিছপা হচ্ছে না।”

আরও পড়ুন : Group C Recruitment: এসএসসি-র কাছ থেকেই সুপারিশপত্র পেয়েছিল পর্ষদ! গ্রুপ সি মামলায় অস্বস্তি বাড়ল কমিশনের