Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Group C: OMR-এ গলদ! ৩ হাজারের বেশি প্রার্থীর তালিকা প্রকাশ করল SSC

SSC Group C: সিবিআই ও এসএসসি এই ওএমআর কারচুপি সংক্রান্ত রিপোর্ট দিয়েছিল আদালতে। সেখানে জানানো হয়েছিল, গাজিয়াবাদ থেকে ৩ হাজার ৪৭৮ টি ওএমআর উদ্ধার করা হয়।

SSC Group C: OMR-এ গলদ! ৩ হাজারের বেশি প্রার্থীর তালিকা প্রকাশ করল SSC
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2023 | 7:11 PM

কলকাতা : ফের চাকরি হারানোর সম্ভাবনা! গ্রুপ সি বিভাগের ৩১১৫ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। বৃহস্পতিবার এসএসসি-র তরফে সেই তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। এদের প্রত্যেকের ওএমআর শিট বা উত্তরপত্রের নম্বর বদলে ফেলা হয়েছিল বলে অভিযোগ। কেন্দ্রীয় সংস্থার তদন্তে দেখা গিয়েছে, ওএমআর-এর প্রাপ্ত নম্বর ও সার্ভারে তাঁদের নামের সঙ্গে থাকা নম্বরের আদতে কোনও মিলই নেই। যাঁদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের চাকরি আদৌ থাকবে কি না, সেই প্রশ্ন ক্রমশ প্রকট হচ্ছে।

জানা গিয়েছে, যাঁদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, তাঁদের সবারই নম্বর বাড়ানো হয়েছে, এমনটা নয়। অনেকের ক্ষেত্রেই নম্বর কমানো হয়েছে। অর্থাৎ ওএমআরে বেশি নম্বর থাকলেও সার্ভারে কম নম্বর দেওয়া হয়েছে। এই নম্বর কারচুপির বিষয়টি স্কুল সার্ভিস কমিশনই আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল। সেই রিপোর্ট দেখে কার্যত অবাক হয়ে যান হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই তিনি তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন।

সিবিআই ও এসএসসি এই ওএমআর কারচুপি সংক্রান্ত রিপোর্ট দিয়েছিল আদালতে। সেখানে জানানো হয়েছিল, গাজিয়াবাদ থেকে ৩ হাজার ৪৭৮ টি ওএমআর উদ্ধার করা হয়। তার মধ্যে ৩০০ টি ওএমআর বিকৃত করা হয়নি বলে জানানো হয়। বাকি ওএমআর ৯ মার্চ প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো বৃহস্পতিবার তালিকা প্রকাশ হল।

তবে গ্রুপ সি-ই প্রথম নয়, গ্রুপ ডি বা নবম-দশমের ক্ষেত্রেও ওএমআর বিকৃতির অভিযোগ উঠেছে। আর এবার গ্রুপ সি। এক্ষেত্রেও চাকরি বাতিল হয় কি না, সেই প্রশ্ন রয়ে যাচ্ছে।