CBI In Nivedita Bhavan: রবিবারের বারবেলায় মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দিল CBI

CBI In Nivedita Bhavan: নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সম্প্রতি মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। সেই মামলার তদন্তে এসএসসি-র অফিসে এ দিন চার আধিকারিক এসে পৌঁছন।

CBI In Nivedita Bhavan: রবিবারের বারবেলায় মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দিল CBI
মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা (নিজস্ব চিত্র)

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 14, 2023 | 4:20 PM

কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI) এর। সল্টলেকের নিবেদিতা ভবনে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকের একটি দল। সূত্রের খবর, এসএসসি এবং গ্রুপ ডি-র নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রবিবারের দুপুরে নিবেদিতা ভবনে উপস্থিত হন গোয়েন্দারা।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সম্প্রতি মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। সেই মামলার তদন্তে এসএসসি-র অফিসে এ দিন চার আধিকারিক এসে পৌঁছন। শেষ পাওয়া খবর অনুযায়ী (দুপুর ৩টে ৫২ মিনিট) তাঁরা সল্টলেকের নিবেদিতা ভবনের তিন ও চার তলায় তল্লাশি চালাচ্ছেন। জানা গিয়েছে, এই মামলায় তদন্তকারী আধিকারিকরা কিছু নথিপত্রের খোঁজ করছিলেন। সেই নথির আগেই পর্ষদে যোগাযোগ করেছিলেন।

যেহেতু আজ রবিবার। ছুটির দিন। তাই অন্য কাজ থাকে না। ফলে তল্লাশি করে নথি উদ্ধার করতে খানিকটা সুবিধা হয়। সেই কারণে পর্ষদের সঙ্গে যোগাযোগ করে এ দিন অফিসে পৌঁছন গোয়েন্দার। বস্তুত, সামগ্রিক এসএসসি দুর্নীতি মামলার অন্যতম মামলা হল এই নিয়োগ দুর্নীতি। সেই তদন্তে নেমে এর আগেও দেখা গিয়েছে নিবেদিতা ভবনে তদন্ত চালিয়েছেন গোয়েন্দারা। সম্প্রতি, তদন্তে আরও তথ্যা উঠে আসে। সেই সূত্রে ধরেই আজ ফের তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।