SSC Scam Case: ‘Y’ চ্যানেলে চাকরিহারারা, অনশন চালাচ্ছেন আরও ৩, লিস্ট না বেরলে কী হবে সেকথাও জানালেন নিজেরাই
SSC Scam: রবিবারও ধর্মতলার 'Y' চ্যানেলে প্রতিবাদে বসে রয়েছেন চাকরিহারারা। আন্দোলনকারী এক শিক্ষক বলেন, "আমাদের আন্দোলন শুধু OMR শিট বের করার আন্দোলন নয়। চাকরি সুপ্রিম কোর্ট থেকে বাতিল হয়েছে।

কলকাতা: বৈঠক হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। চাকরিহারাদের একাংশের দাবি, যোগ্য-অযোগ্যদের লিস্ট বের করা হবে সোমবার। কিন্তু এরপরও আশ্বস্ত হতে পারছেন না চাকরিহারা শিক্ষকদের একাংশ। রিভিউ পিটিশনে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন, জানালেন চাকরিহারারা। এসএসসি (SSC) যোগ্য-অযোগ্যদের তালিকা না দিলে ফের এসএসসি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
রবিবারও ধর্মতলার ‘Y’ চ্যানেলে প্রতিবাদে বসে রয়েছেন চাকরিহারারা। আন্দোলনকারী এক শিক্ষক বলেন, “আমাদের আন্দোলন শুধু OMR শিট বের করার আন্দোলন নয়। চাকরি সুপ্রিম কোর্ট থেকে বাতিল হয়েছে। ওএমআর শিট পাবলিশ করা এবং যোগ্যদের লিস্ট পাবলিশ করা এগুলো আসলে উপকরণ সংগ্রহ করার কাজ। আসল কাজ রিভিউ। সেখান থেকে চাকরি সুরক্ষিত করতে হবে। সরকার কীভাবে আমাদের বাঁচিয়ে আনবে সেই দায়িত্ব সরকারের। ওরাই বুঝুক। মোট কথা হল আমার চাকরি ফেরাতে হবে।”
এ দিকে, এখনও এসএসসি ভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন তিন চাকরিচ্যুত। যোগ্যদের হাতে OMR তুলে দেওয়ার দাবিতে সোমবার ‘স্মারকলিপি পেশ’ কর্মসূচির ঘোষণা। ২১ এপ্রিলের মধ্যে এসএসসি যোগ্য-অযোগ্যদের তালিকা না দিলে ফের এসএসসি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি। বস্তুত, শুক্রবার চাকরিচ্যুতদের সঙ্গে বৈঠক করেছেন ব্রাত্য বসু। তিনি সে সময় জানিয়েছিলেন,”আমি বলেছিলাম এসএসএসির কাছে এই তথ্য আছে সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে। সেটা এসএসসি তিনবার হলফনামা দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ, যোগ্য ও অযোগ্যদের তালিকা আমাদের আছে।”





