SSKM: একসঙ্গে ২০ টি ওষুধ খেয়ে ফেললেন SSKM-এর চিকিৎসক, নেপথ্যে কোন রহস্য?

SSKM: সূত্রের খবর, ঘুমের ওষুধের পাশাপাশি মানসিক রোগের ওষুধ সেবনে বিপত্তি। চিকিৎসক পড়ুয়া এমন কেন করলেন, খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ। জানা গিয়েছে,  ঘুমের ওষুধ-মানসিক রোগের ওষুধ মিলিয়ে মোট ২০টি ওষুধ খেয়েছেন ওই হাউসস্টাফ।

SSKM: একসঙ্গে ২০ টি ওষুধ খেয়ে ফেললেন SSKM-এর চিকিৎসক, নেপথ্যে কোন রহস্য?
এসএসকেএম হাসপাতাল।Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 17, 2024 | 5:55 PM

কলকাতা: মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে সিসিইউয়ে ভর্তি জুনিয়র চিকিৎসক। এস‌এসকেএম মেডিক্যাল কলেজের ঘটনা।  সিসিইউয়ে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন সেই জুনিয়র চিকিৎসক।

সূত্রের খবর, ঘুমের ওষুধের পাশাপাশি মানসিক রোগের ওষুধ সেবনে বিপত্তি। চিকিৎসক পড়ুয়া এমন কেন করলেন, খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ। জানা গিয়েছে,  ঘুমের ওষুধ-মানসিক রোগের ওষুধ মিলিয়ে মোট ২০টি ওষুধ খেয়েছেন ওই হাউসস্টাফ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ঝাড়গ্রাম হাসপাতালের এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়। ঝাড়গ্রামের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় দীপ্র ভট্টাচার্য নামে এক চিকিৎসকের। তিনি ঝাড়গ্রাম হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ছিলেন। থ্রেট কালচার নিয়ে দীর্ঘদিনের প্রতিবাদী ছিলেন ওই চিকিৎসক। তাঁর এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। তার মধ্যেই এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলল।