AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSKM Incident: বারবার কেন মেডিক্যাল কলেজ? হাসপাতালে নারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য় ভবন

SSKM Physically Assault Incident: নাবালিকার পরিবার জানিয়েছে, তাঁদের জন্য তিনটি টিকিটের ব্যবস্থা করে দেবেন বলে জানান ওই অভিযুক্ত। তারপরই ওই নাবালিকাকে অন্য একটি জায়গায় নিয়ে যায় সে। সেখানেই ঘটে শ্লীলতাহানির ঘটনা। ইতিমধ্য়েই এই ঘটনায় ভবানিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

SSKM Incident: বারবার কেন মেডিক্যাল কলেজ? হাসপাতালে নারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য় ভবন
স্বাস্থ্য ভবনImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Oct 24, 2025 | 2:50 PM
Share

কলকাতা: কখনও আরজি কর, কখনও দুর্গাপুরের প্রত্যন্ত এলাকার কোনও বেসরকারি মেডিক্যাল কলেজ, কখনও বা শহরতলির কোনও হাসপাতাল। এবার আবার এসএসকেএম। রাজ্যের একের পর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। উঠে আসছে সরকারি প্রতিষ্ঠানের বেহাল পরিস্থিতির কথা। সম্প্রতি এসএসকেএম-র মধ্যরাতে যৌন হেনস্থার শিকার হয় এক নাবালিকা। শ্লীলতাহানির অভিযোগ ওঠে এনআরএস-র এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। তারপরই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য ভবন।

কী বলছে তারা?

ইতিমধ্য়েই SSKM কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। কী ঘটেছে, কখন ঘটেছে, কেউ গ্রেফতার হয়েছে কিনা, এই নিয়ে বিশদে জানতে চেয়েছে তাঁরা। এছাড়াও কর্তৃপক্ষের কোনও গাফিলতি রয়েছে কিনা সেই নিয়েও ওই রিপোর্টে জানতে চেয়ে স্বাস্থ্য ভবন।

ঘটনা বুধবার রাতের। নিজের পরিবারের সঙ্গে এসএসকেএম-র আউটডোর বিভাগে চিকিৎসার জন্য এসেছিল নিগৃহীতা নাবালিকা। সাধারণ ভাবে সকাল থেকেই বেজায় লাইন পরে। তাই রাত থেকেই ওপিডি বিভাগের সামনে অপেক্ষা করছিলেন তাঁরা। সেই সময়ই ওই পরিবারের কাছে আসেন অভিযুক্ত ব্য়ক্তি। নিজেকে হাসপাতালের কর্মী হিসাবে পরিচয় দেন তিনি। পরনেও থাকে ওয়ার্ড বয়ের পোশাক।

নাবালিকার পরিবার জানিয়েছে, তাঁদের জন্য তিনটি টিকিটের ব্যবস্থা করে দেবেন বলে জানান ওই অভিযুক্ত। তারপরই ওই নাবালিকাকে অন্য একটি জায়গায় নিয়ে যায় সে। সেখানেই ঘটে শ্লীলতাহানির ঘটনা। ইতিমধ্য়েই এই ঘটনায় ভবানিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের এই তৎপরতা খুশি স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, তাড়াতাড়ি করে অভিযুক্তকে গ্রেফতার করায় সন্তুষ্ট স্বাস্থ্য ভবন। তবু রাজ্য়ের একাধিক মেডিক্য়াল কলেজে কেন এই ছবি, সেই নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তাঁরা।