SSKM-এ চিকিৎসাধীন তিন প্রসূতির আশঙ্কা এখনও কাটেনি, এখনও আশার আলো দেখাচ্ছেন না চিকিৎসকরা

Sourav Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 15, 2025 | 1:14 PM

SSKM: হাসপাতাল সূত্রে কেবল এটুকুই জানা যাচ্ছে, তিন জনেরই সঙ্কট এখনও কাটেনি। চিকিৎসকরা এখনও আশাবাদী নন। কারণ এই ধরনের রোগীর ক্ষেত্রে তাঁর শারীরিক অবস্থা কখনও অবনতি হতে পারে, সেটা বলা মুশকিল। সংক্রমণ এখনও রয়েছে। নিয়মিত ডায়ালেসিস দেওয়া হচ্ছে।

SSKM-এ চিকিৎসাধীন তিন প্রসূতির আশঙ্কা এখনও কাটেনি, এখনও আশার আলো দেখাচ্ছেন না চিকিৎসকরা
স্যালাইন বিভ্রাটে এখনও আশঙ্কাজনক তিন প্রসূতি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিন প্রসূতির অবস্থা এখনও আশঙ্কাজনক। গ্রিন করিডর করে তিন প্রসূতিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ITUতে চিকিৎসাধীন নাসরিন খাতুনকে ভেল্টিলেশন থেকে বার করা হয়েছে। মাম্পি সিং এখনও CCUতে এখনও ভেল্টিলেশনে রয়েছেন। মিনারা বিবির অবস্থাও কার্যত একই রকমের। বুধবার ফের তিন জনের চিকিৎসা সংক্রান্ত একটি রিপোর্ট পর্যালোচনা করবেন চিকিৎসকরা। যদিও এত বিতর্কের মাঝেও তাঁদের চিকিৎসা সংক্রান্ত কোনও রকমের বুলেটিন এসএসকেএমের তরফ থেকে প্রকাশ করা হয়নি।

হাসপাতাল সূত্রে কেবল এটুকুই জানা যাচ্ছে, তিন জনেরই সঙ্কট এখনও কাটেনি। চিকিৎসকরা এখনও আশাবাদী নন। কারণ এই ধরনের রোগীর ক্ষেত্রে তাঁর শারীরিক অবস্থা কখনও অবনতি হতে পারে, সেটা বলা মুশকিল। সংক্রমণ এখনও রয়েছে। নিয়মিত ডায়ালেসিস দেওয়া হচ্ছে।

এদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেখা সাউ নামে আরও এক প্রসূতি। মৃত মামনি রুইদাসের সদ্যোজাত পুত্রসন্তানের জন্ডিস হয়েছিল, সোমবার সকালে ভর্তি করা হয় মাতৃমা বিল্ডিংয়ের এসএনসিইউ ওয়ার্ডে। তাকে বুধবারই তাকে ছুটি দিয়ে দেওয়া হবে।, চিকিৎসাধীন দুই শিশুর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

Next Article