কলকাতা: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ভোট সংক্রান্ত একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। কেন্দ্রীয় বাহিনীর দাবি, ভোটগ্রহণের দফা বাড়নোর আর্জি নিয়ে হয়েছে মামলা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হওয়া ভোট সংক্রান্ত মামলায় এবার হলফনামা জমা দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। স্পর্শকাতর বুথ চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে হলফনামায় জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, অশান্তি ও হিংসার ঘটনা নিয়ন্ত্রণে যে কমিশন তৎপর সেই বিষয়ও উল্লেখ করা হয়েছে। বুধবার সেই হলফনামা জমা দিয়েছেন তিনি।
কমিশনের তরফে জানানো হয়েছে, অতীতের ঘটনা, বর্তমান পরিস্থিতি ও ভোটার সংখ্যার ওপর ভিত্তি করে স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হবে। এর আগে আদালতে প্রশ্ন উঠেছিল, কেন স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে এত দেরি করছে কমিশন? হলফনামায় জানানো হয়েছে, স্পর্শকাতর বুথ চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের।
বুথে কড়া নজর রাখতে, পুলিশের কাছে কমিশন সিসিটিভি ক্যামেরার লিঙ্ক চেয়েছে। প্রয়োজনে সেই লিঙ্ক থেকেই ভোটগ্রহণের ফুটেজ দেখা হবে এবং রেকর্ড করা হবে বলেই জানিয়েছে কমিশন। আদালতের নির্দেশ মতো সব ফুটেজ সংরক্ষণ করা হবে ও সেগুলো কমিশনের হেফাজতে রাখা হবে বলেও উল্লেখ করা হয়েছে। জেলাশাসকদের সঙ্গে অশান্তি হিংসার ঘটনা নিয়ে বৈঠক হয়েছে বলেও জানানো হয়েছে আদালতে।
উল্লেখ্য, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়নি বলে জানিয়েছিল কমিশন। পরে শীর্ষ আদালতের নির্দেশের পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা জানায় কমিশন। ৮২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে। এখনও পর্যন্ত ৩১৫ কোম্পানি বাহিনী এসেছে রাজ্যে।