STF: ব্যাগে প্লাস্টিকের ভিতর ১২০টি কার্তুজ! ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে এসটিএফের জালে যুবক

STF: তল্লাশি চালিয়ে রামকৃষ্ণের কাছ থেকে ১২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসটিএফ। তাঁর কাছ থেকে মেচেদার বাসের টিকিটও পাওয়া গিয়েছে। কোথাও এই কার্তুজ নিয়ে যাচ্ছিলেন রামকৃষ্ণ, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

STF: ব্যাগে প্লাস্টিকের ভিতর ১২০টি কার্তুজ! ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে এসটিএফের জালে যুবক
ইনসেটে ধৃত যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 25, 2025 | 7:00 PM

কলকাতা: ধর্মতলার বাসস্ট্যান্ডে এসটিএফের অভিযান। আনুমানিক ১২০ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতকে ময়দান থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, ধৃতের নাম রামকৃষ্ণ মাঝি।

তল্লাশি চালিয়ে রামকৃষ্ণের কাছ থেকে ১২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসটিএফ। তাঁর কাছ থেকে মেচেদার বাসের টিকিটও পাওয়া গিয়েছে। কোথাও এই কার্তুজ নিয়ে যাচ্ছিলেন রামকৃষ্ণ, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

ময়দান থানায় বসিয়ে রেখে রামকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, তিনি কেতুগ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, রামকৃষ্ণ একটি বাসে ধর্মতলায় আসেন। তাঁর পিঠে একটা ব্যাগ ছিল। ধর্মতলা বাসস্ট্যান্ডে ইতঃস্তত ঘুরে বেড়াচ্ছিলেন রামকৃষ্ণ। আগে থেকেই গোপন সূত্রে খবর পেয়ে সেখানে মোতায়েন ছিলেন এসটিএফের আধিকারিকরা।

এর আগেও শিয়লাদহ কলেজের পাশ থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র। এবার ধর্মতলা। এত জনবহুল এলাকার মধ্যে দিয়েই অস্ত্র-কার্তুজ কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, বড় কোনও নাশকতার ছক ছিল কিনা, নাকি এর সঙ্গে জড়িত আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্র, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।