STF: এদের দেখে ভাবতে পারেন! এরাই পাকিস্তানের হাতিয়ার? STF-এর হাতে ধুবড়ি থেকে ধরা পড়ল ২২ ‘ঘোস্ট’

STF: তদন্তে এমনও উঠে এসেছে, ভারত পাকিস্তান উদ্বেগজনক পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ও গুপ্ত কিছু তথ্য আরও বেশি করে সুরক্ষিত করা। ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুপ্তচর। তথ্য যাতে কোনও মূল্যেই গুপ্তচরদের হাতে না পৌঁছয়, তার ওপর বিশেষ নজর দিচ্ছেন তদন্তকারীরা।

STF: এদের দেখে ভাবতে পারেন! এরাই পাকিস্তানের হাতিয়ার? STF-এর হাতে ধুবড়ি থেকে ধরা পড়ল ২২ ঘোস্ট
অপারেশন ঘোস্টImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 20, 2025 | 11:45 AM

কলকাতা: অসম পুলিশের অপারেশন ‘ঘোস্ট সিম’। ভূতুড় সিমের তদন্তে নেমে অসম পুলিশের জালে আরও ১৫ জন। ধুবড়ি ও মোরিগাঁওতে অসম এসটিএফের অভিযান। এর আগেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। এখন ধৃত বেড়ে ২২। জানা গিয়েছে, ছোট মোবাইলের দোকানে টাকার লোভ দেখিয়ে সিম তুলত ২২ জন। গোয়েন্দাদের অনুমান, ভুয়ো নথি ব্যবহার করেই সিম তোলা হত।

তদন্তে এমনও উঠে এসেছে, ভারত পাকিস্তান উদ্বেগজনক পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ও গুপ্ত কিছু তথ্য আরও বেশি করে সুরক্ষিত করা। ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুপ্তচর। তথ্য যাতে কোনও মূল্যেই গুপ্তচরদের হাতে না পৌঁছয়, তার ওপর বিশেষ নজর দিচ্ছেন তদন্তকারীরা। মিলিটারি ইন্টেলিজেন্সের ওপর ভিত্তি করেই অসম এসটিএফ ও স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো ‘অপারেশন ঘোস্ট সিম’   চালায়। প্রথম দফায় সাত জনকে গ্রেফতার করে। পরে আরও ১৫ জন ধরা পড়ে।

এসটিএফ সূত্রে জানা যাচ্ছে, ছোট ছোট মোবাইল ফোনের ব্যবসায়ীদের মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে এই সমস্ত সিমগুলো তুলত ধৃতরা। সিম অ্যাক্টিভ করা হত। ভারতীয় মোবাইল নম্বর অ্যাক্টিভ করে, সেই নম্বর হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলা হত, আর সেই অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস চলে যেত পাক নাগরিকদের কাছে। অসম পুলিশের ডিজিপি এই বিষয়টা স্পষ্ট করেছে, ধৃতদের কারোরই সাইবার ক্রাইম করা উদ্দেশ্য ছিল না। অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটির জন্যই এই সিমগুলো সংগ্রহ করা হত। এরপর এই সিমগুলোকে প্রযুক্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে তার অ্যাক্সেস দিয়ে দেওয়া হত পাকিস্তানের গুপ্তচরদের।

এ প্রসঙ্গে সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায় বলেন, “এরকম একাধিক ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে সিম তোলা যায়, বিভিন্ন দেশের কান্ট্রি কোড ব্যবহার করে। এক সিম তুলে কী কী ব্যবহার করতে চাই, সেই সব অ্যাপ্লিকেশনও যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম… সেটাও দিয়ে দেওয়া থাকে। এই সিম পাঁচ দিনের জন্যও তোলা যেতে পারে, আবার এক দিনের জন্যও। এটা ক্রিপ্টোকারেন্সি দিয়ে কিনতে হয়। এখানে কোনও আইডেন্টিফিকেশনের প্রয়োজন হয় না। ”