STF: অস্ত্রের পর এবার লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার কলকাতায়

STF: এসটিএফ সূত্রে খবর, অভিযুক্তের নাম মহম্মদ আখতার। ধৃত মহম্মদ আখতারকে জেরা করে এই চক্রের আরও এক সদস্য মহম্মদ আবিদকে জোড়াসাঁকো এলাকা থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা।

STF: অস্ত্রের পর এবার লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার কলকাতায়
এসটিএফImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 28, 2025 | 8:14 PM

কলকাতা: কয়েকদিন আগে কলকাতায় আগ্নেয়াস্ত্র সহ এক যুবক গ্রেফতার হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার জাল নোট সহ কলকাতা পুলিশের এসটিএফ-এর হাতে গ্রেফতার দু’জন। তিন লক্ষ টাকার জাল নোট সহ বড়বাজার এলাকা থেকে এসটিএফের গোয়েন্দাদের জালে ধরা পড়েছে অভিযুক্ত।

এসটিএফ সূত্রে খবর, অভিযুক্তের নাম মহম্মদ আখতার। ধৃত মহম্মদ আখতারকে জেরা করে এই চক্রের আরও এক সদস্য মহম্মদ আবিদকে জোড়াসাঁকো এলাকা থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃতদের দুজনকে আজ আদালতে পেশ করা হয়।আখতারকে পুলিশ হেফাজত ও আবিদকে মেডিক‍্যাল গ্রাউন্ডে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে ধর্মতলা বাসস্ট্যান্ডে এসটিএফ-এর (STF) অভিযান চালায়। আনুমানিক ১২০ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার করা হয় রামকৃষ্ণ মাঝি নামে এক ব্যক্তিকে। ধর্মতলা বাসস্ট্যান্ডে ইতস্তত ঘুরে বেড়াতে দেখা যায় রামকৃষ্ণকে। তাঁর পিঠে একটি ব্যাগ ছিল। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে এসটিএফ। জানা গিয়েছে, রামকৃষ্ণ কেতুগ্রামের বাসিন্দা। তবে এই কার্তুন কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। যদিও, ধৃতের আইনজীবী আদালতেই স্বীকার করে নেয় তাঁর মক্কেল অস্ত্রকারবারি।