
কলকাতা: উল্টোডাঙার আশপাশের অনেক ঝুপড়ি রয়েছে, সেখানে নানান সময়ে অভিযোগ ওঠে, নানান বেআইনি কাজকর্মের। এবার এসটিএফের তদন্তে বিস্ফোরক তথ্য। কলকাতার পার্শ্ববর্তী কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে বেঙ্গল এস টি এফ-র জালে ধরা পড়ল এক মহিলা-সহ মোট পাঁচ পাচারকারী। উদ্ধার করা নিষিদ্ধ মাদকদ্রব্যের বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। তদন্তে বেঙ্গল এসটিএফ।
এসটিএফ সূত্রে খবর, উল্টোডাঙা থানা এলাকার ৪৮ ক্যানাল ওয়েস্ট রোডে একটি বাড়িতে অভিযান চালান তদন্তকারীরা। বছর বিয়াল্লিশের এক মহিলাকে প্রথমে গ্রেফতার করা হয়। তাঁর নাম আসমা খাতুন। পরনে শাড়ি, গায়ে সোয়েটার! উল্টোডাঙা স্টেশনে থেকে নেমে ঢুকেছিলেন ওই বাড়িতে। দৃশ্যত যেন কোনও কাজে যাচ্ছিলেন। ভ্যানিটি ব্যাগ। তাতে তল্লাশি চালাতেই তথ্য আসে তদন্তকারীদের হাতে। ১.৩২৫ কিলোগ্রাম মাদক উদ্ধার হয়। যার বাজার মূল্য এক কোটি টাকারও বেশি।
এর আগে গত ২৫শে জানুয়ারি, নিমতা থানা এলাকার ডাক্তার বাগান থেকে চার জনকে গ্রেফতার করেছিল এসটিএফ । তল্লাশি চালিয়ে ৩ কেজি পাওয়ার এবং ৪১০ গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়। সেই সূত্রে ধরেই এদিন তল্লাশি চালিয়ে মহিলাকে গ্রেফতার করে এসটিএফ-এর গোয়েন্দারা।
ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কাকে দেওয়ার জন্য ওই মাদক তিনি এনেছিলেন, কোন চক্রের সঙ্গে তিনি জড়িত, সেই সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।