
কলকাতা: বাংলায় অস্ত্র ঢুকছে ভিনরাজ্য থেকে। বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ সামনে আসছে। বিভিন্ন সময় দুষ্কৃতীরা অস্ত্র-সহ ধরা পড়েছে। আবার রাজনৈতিক নেতা-কর্মীদের উপরও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ছবি দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের পুলিশের সহায়তায় সেরাজ্যের গিরিধ জেলায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রপাতি ও অর্ধেক তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ ও কলকাতা পুলিশ।
নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে গিরিধ জেলায় পৌঁছায় স্পেশাল টাস্ক ফোর্স। সেখানে রাঁচি এটিএস ও গিরিধ জেলার পুলিশকে সঙ্গে নিয়ে চাপরিয়াওয়ান গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায়। বাড়িটি বাইরে থেকে দেখে তেমন কিছু সন্দেহ হয়নি। কিন্তু, বাড়ির ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় এসটিএফ ও পুলিশ অফিসারদের।
বাড়িটি মহম্মদ দায়েমুদ্দিন নামে এক ব্যক্তির। বাড়ির ভিতরে চারিদিকে আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রপাতি। সেখানে ৫ জন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর কাজ করছে। আর ওই অস্ত্র কারখানার মালিক দায়েমুদ্দিন। তাকে ও অন্য ৫ জনকে আটক করা হয়।
এসটিএফ জানিয়েছে, ওই বাড়ি থেকে ১০টি অর্ধেক সম্পূর্ণ ৭.৬৫ এমএম পিস্তল উদ্ধার হয়েছে। এছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরির একাধিক যন্ত্রপাতি পাওয়া গিয়েছে। এসটিএফ জানিয়েছে, দায়েমুদ্দিনের বাড়ি ওখানেই। কিন্তু, যে পাঁচজন আগ্নেয়াস্ত্র তৈরি করছিল, তাদের বাড়ি মুঙ্গেরে। স্থানীয় থানায় একটি মামলা দায়ের হয়েছে।