
কলকাতা: খাস কলকাতায় একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার দুপুরে কলকাতা পুলিশের এসটিএফ ওই অস্ত্র উদ্ধার করেছে। দুজনকে দুজনকে আটক করা হয়েছে। সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে এদিন দুপুরে স্ট্র্যান্ড রোড থেকে দুই যুবককে আটক করা হয়েছে। বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলি কোথা থেকে এল, কোথায় পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
দুই যুবকের হাতে বড় ব্যাগ ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তারপর তাঁদের হাতের ব্যাগ খুলতেই দেখা যায়, ব্যাগে ভরা আগ্নেয়াস্ত্র। পরে তাঁদের অস্ত্র আইনে গ্রেফতার করা হয় তাঁদের। মঙ্গলবারই তোলা হবে আদালতে।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ওয়ান শটার, ৭ এমএম পিস্তল, ইপ্রোভাইজড ফায়ার আর্ম। এছাড়াও ২০-২২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। সাম্প্রতিককালে রাজ্যের একাধিক জায়গায় গুলি চলার ঘটনা ঘটেছে। গত মাসখানেক আগেই কসবায় চলে গুলি। কসবার বোসপুকুরে আহত হন এক তরুণ। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লাগে। এর আগে ওই কসবাতেই কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির সামনে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা।
এছাড়াও মালদহ, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় প্রায়ই গুলি চলার ঘটনা সামনে আসে। বারবার প্রশ্ন ওঠে রাজ্যের নিরাপত্তা নিয়ে। এবার বর্ষবরণের আগে কলকাতা শহরে এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় উদ্বেগ বাড়ছে শহরবাসীর।