Weather Update: ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, রাজ্যে কমলা-হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের, দুর্যোগ কোন কোন জেলায়

Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকছে দক্ষিণবঙ্গে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া শুকনো থাকার ইঙ্গিত। তার আগে কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি চলবে একাধিক জেলায়।

Weather Update: ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, রাজ্যে কমলা-হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের, দুর্যোগ কোন কোন জেলায়
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Feb 22, 2025 | 9:34 AM

কলকাতা: আজ-কাল ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। রাজ্যে কমলা-হলুদ সতর্কতা জারি। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলা। বলছে আবহাওয়া দফতর। বিকেলের দিকে দমকা বাতাস বইতে পারে। এদিকে শীতের শেষে আচমকা বৃষ্টিতে একাধিক জায়গায় অকাল বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। জলের নিচে ডুবে গিয়েছে বিঘার পর বিঘা আলু জমি। শেষ বেলায় সব হারিয়ে মাথায় হাত আলু চাষীদের। এরইমধ্যে থাকছে শিলাবৃষ্টির পূর্বাভাস। তাতেই সিঁদুরে মেঘ দেখছেন চাষীরা। চাষে আরও ক্ষতির আশঙ্কা। 

আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকছে দক্ষিণবঙ্গে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া শুকনো থাকার ইঙ্গিত। তার আগে কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি চলবে একাধিক জেলায়। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতে। সেখানে কলকাতা-সহ বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সঙ্গে বৃষ্টি। কোনও কোনও জায়গায় হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও উঠে যেতে পারে। 

রবিবারে ভিজবে হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার সকাল থেকেই বদলাবে হাওয়া। সকালের দিকে আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও ধীরে ধীরে সবটাই পরিষ্কার হয়ে যাবে। 

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭১ থেকে ৯৫ শতাংশের মধ্যে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে এদিন বৃষ্টি ও তুষারপাত, দুইয়েরই সম্ভাবনা থাকছে। রবিবারও উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। মালদহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।