Passport Case: পাসপোর্ট জালিয়াতি রুখতে আরও কড়া লালবাজার, প্রতিটা থানায় গেল বড় নির্দেশ

Passport Case: প্রয়োজনে পাসপোর্ট ভেরিফিকেশনের সময় প্রদত্ত ঠিকানায় ডেপুটি কমিশনার পদমর্যাদা অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারকে গিয়ে দেখার কথাও বলা হচ্ছে। একইসঙ্গে থানার তরফে সমস্ত তথ্য পাসপোর্ট অফিসে দিয়ে দিতে হবে।

Passport Case: পাসপোর্ট জালিয়াতি রুখতে আরও কড়া লালবাজার, প্রতিটা থানায় গেল বড় নির্দেশ
কী বলছে লালবাজার? Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Dec 28, 2024 | 6:08 PM

কলকাতা: পাসপোর্ট নিয়ে আরও কড়া লালবাজার। পাসপোর্ট ভেরিফিকেশনের সময় যাতে কোনও গোলযোগ না হয়, কোন বিষয় এড়িয়ে না যায় তা ভাল করে যাচাই করতে বলা হয়েছে। প্রতিটি থানার ওসির কাছে গিয়েছে নির্দেশ। যিনি পাসপোর্টের জন্য আবেদন করছেন তার কোন অপরাধমূলক কেস আছে কিনা তাও গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। 

এছাড়াও, পাসপোর্ট ভেরিফিকেশনের সময় ঠিকানার বিষয়টি যথাযথভাবে দেখার কথাও বলা হচ্ছে। কারণ, জালিয়াতি তদন্তে বারবার ঠিকনার হেরফের করার প্রসঙ্গ উঠে এসেছে। যদি কোনও ব্যক্তি ভাড়ায় থাকেন এবং সেই ঠিকানা ব্যবহার করেন তাহলে সেখান থেকে ভেরিফিকেশন করে মূল ঠিকানার থানাকে জানানো ও তথ্য সংগ্রহ করতে হবে বলেও জানানো হয়েছে লালবাজারের তরফে। 

প্রয়োজনে পাসপোর্ট ভেরিফিকেশনের সময় প্রদত্ত ঠিকানায় ডেপুটি কমিশনার পদমর্যাদা অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারকে গিয়ে দেখার কথাও বলা হচ্ছে। একইসঙ্গে থানার তরফে সমস্ত তথ্য পাসপোর্ট অফিসে দিয়ে দিতে হবে। 

অন্যদিকে পাসপোর্ট জালিয়াতি মামলায় সমরেশ বিশ্বাসকে এদিন পুলিশ হেফাজত শেষে আলিপুর আদালতে পেশ করা হয়। সমরেশের আইনজীবী জামিনের আবেদন করে। পাল্টা জামিনের বিরোধিতা করে জেল হেফাজতের আবেদন জানায় সরকারি আইনজীবী। শেষ পর্যন্ত ১০ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।