Monsoon in Bengal: স্ট্রং মনসুন ফ্লো বাংলার আকাশে! নিম্নচাপ সরলেও অন্য আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর

Monsoon in Bengal: দক্ষিণবঙ্গ এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে।

Monsoon in Bengal: স্ট্রং মনসুন ফ্লো বাংলার আকাশে! নিম্নচাপ সরলেও অন্য আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jul 11, 2025 | 2:25 PM

কলকাতা: আগেই বলেছিল নিম্নচাপ। আর তা মিলে গিয়েছে। ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে নিম্নচাপ। এগিয়ে গিয়েছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। তারপর এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড পেরিয়ে উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগিয়ে যাবে। কিন্তু তার মানেই যে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলবে তা নয়। হাওয়া অফিস বলছে, স্ট্রং মনসুন ফ্লো রয়েছে যে কারণে জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে মৌসুমী অক্ষরেখা রয়েছে তা বেশ শক্তিশালী রয়েছে তাতেই এই অবস্থা।

সকাল থেকে বৃষ্টি না হলেও মেঘলা আকাশ কলকাতায়। তবে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৮৯ থেকে ৯৮ শতাংশের মধ্যে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের হাত থেকে এখনই রেহাই মিলছে না। এদিন সকালে শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ১৭.২ মিলিমিটার। 

দক্ষিণবঙ্গ এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে।

সোমবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে হবে মূলত পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

একই অবস্থা উত্তরবঙ্গের ক্ষেত্রেও। এদিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কম থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। শনিবারও একই ছবি। রবিবার ফের ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোম ও মঙ্গলবারেও ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ারে।