Sahara Case: প্রয়াত সুব্রত, এবার সাহারা মামলায় ED-র নজরে স্ত্রী-ছেলে! জমা পড়ল চার্জশিট

Sahara Case: চার্জশিটে নাম রয়েছে প্রয়াত সুব্রত রায়ের স্ত্রী স্বপ্না রায় ও ছেলে সুশান্ত রায়ের। এছাড়াও নাম রয়েছে জেপি ভর্মা, অনিল আব্রাহাম-সহ আরও বেশ কয়েকজন অভিযুক্তের। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, সুব্রত রায়ের দুই পুত্র সুশান্ত এবং সীমান্ত।

Sahara Case: প্রয়াত সুব্রত, এবার সাহারা মামলায় ED-র নজরে স্ত্রী-ছেলে! জমা পড়ল চার্জশিট
প্রয়াত সুব্রত রায়Image Credit source: Getty Image

|

Sep 06, 2025 | 10:32 PM

নয়াদিল্লি: সাহারার কর্তা প্রয়াত সুব্রত রায়ের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে চার্জশিট ফাইল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, শনিবার ইডি তরফে সুব্রত রায়ের পরিবারের সদস্য-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি। জানা গিয়েছে, কলকাতার পিএমএলএ আদালতে এই চার্জশিট দাখিল করেছেন তদন্তকারীরা।

চার্জশিটে নাম রয়েছে প্রয়াত সুব্রত রায়ের স্ত্রী স্বপ্না রায় ও ছেলে সুশান্ত রায়ের। এছাড়াও নাম রয়েছে জেপি ভর্মা, অনিল আব্রাহাম-সহ আরও বেশ কয়েকজন অভিযুক্তের। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, সুব্রত রায়ের দুই পুত্র সুশান্ত এবং সীমান্ত। এই সীমান্ত রায় আবার সাহারা প্রাইম সিটির ডিরেক্টর পদেও ছিলেন। তবে ইডি চার্জশিটে তার নাম নেই বলেই জানা গিয়েছে।

ওই চার্জশিটে ইডি আরও দাবি করেছে যে সুশান্ত রায়কে বারংবার তলব করা হলেও, তিনি হাজিরা দেননি। নানা ভাবে তদন্তকারীদের জেরা এড়িয়ে গিয়েছেন তিনি এবং বর্তমানে ফেরার। পাশাপাশি, সাহারার ছাতার তলায় যে অর্থনৈতিক কেলেঙ্কারিকে আশ্রয় দেওয়া হয়েছিল, তাতে সুব্রত রায়ের স্ত্রী ও ছেলের দায় রয়েছে বলেই অভিযোগ ইডির।

কিন্তু এই মামলা তো আজকের নয়। হঠাৎ করে এখন কেন তৎপর হলেন তদন্তকারীরা? সম্প্রতি, উত্তর প্রদেশ, রাজস্থান-সহ একাধিক রাজ্যে অভিযান চালান তদন্তকারীরা। যার ভিত্তিতেই তাদের হাতে উঠে আসে বেশ কিছু তথ্য়, যা আপাতত চার্জশিটেই তুলে ধরেছেন তদন্তকারী সংস্থা।