কলকাতা: ২৫ ও ২৬ নভেম্বর শনি ও রবিবার শিয়ালদহের একাধিক শাখায় বাতিল থাকছে বহু লোকাল ট্রেন। তালিকায় রয়েছে কৃষ্ণনগর-ডানকুনি-বনগাঁ-গেদের মতো লোকালগুলি। একদিন আগেই বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে পূর্ব রেল। এবার শিয়ালদহ থেকে লালগোলা রুটে সাবওয়ের কাজের জন্য একাধিক লোকাল, প্যাসেঞ্জার ট্রেন বাতিল হতে চলেছে। এদিন নয়া বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে রেলের তরফে।
রেলের তরফে জানানো হয়েছে, রেজিনগর ও বেলডাঙা স্টেশনের মধ্যে, কাশিমবাজার ও মুর্শিদাবাদ স্টেশনের মধ্যে সাবওয়ে তৈরির কাজ চলবে। সে কারণেই বেশ কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে, একইসঙ্গে বেশ কিছু ট্রেন বাতিলও করা হচ্ছে। ট্রেন বন্ধের কারণে যাত্রীদের অসুবিধার জন্য ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করা হয়েছে রেলের তরফে। তবে এই কাজ সম্পন্ন হলে যে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে তা বিবৃতিতে জানিয়ে দিয়েছে রেল। একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে ২৬ নভেম্বর রবিবার।
বাতিলের তালিকায় থাকছে
আপ 03183 শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার/ ডাউন 03190 লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার
আপ 03193 কলকাতা – লালগোলা মেমু প্যাসেঞ্জার/ ডাউন: 03194 লালগোলা – কলকাতা মেমু প্যাসেঞ্জার
আপ 03143 রানাঘাট – লালগোলা মেমু প্যাসেঞ্জার/ ডাউন: 31768 লালগোলা – রানাঘাট ইএমইউ
অন্যদিকে যে সমস্ত ট্রেনগুলির যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে সেগুলির তালিকায় থাকছে
13113 কলকাতা – লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস, 13114 লালগোলা – কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস, 31773 রানাঘাট – লালগোলা মেমু, 31861 কৃষ্ণনগর – লালগোলা ইএমইউ, 31770 লালগোলা – রানাঘাট, 03115 শিয়ালদহ – লালগোলা মেমু, 03198 লালগোলা – শিয়ালদহ মেমু, 31769 রানাঘাট – লালগোলা ইএমইউ, 31774 লালগোলা – রানাঘাট ইএমইউ, 31771 রানাঘাট – লালগোলা ইএমইউ, 31864 লালগোলা – কৃষ্ণনগর ইএমইউ, 03196 লালগোলা-শিয়ালদহ মেমু। প্রসঙ্গত, কৃষ্ণনগর – লালগোলা সেকশনে মোট ৩৪টি ট্রেনের মধ্যে শুধুমাত্র ৩টি আপ এবং ৩টি ডাউন ট্রেন বাতিল থাকবে। একই সঙ্গে ৬টি করে আপ ও ডাউন ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে।