কলকাতা: কিছুদিন আগে লোকসভা ভোটের প্রাক্কালেও বারবার ফিরে ফিরে আসছিল তাঁর নাম। কখনও দেখা করতে গিয়েছেন অর্জুন সিং, কখনও আবার পার্থ ভৌমিক। কিছুদিন আগে তো গিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরীও। শরীরটা ভাল যাচ্ছে না বেশ কিছু বছর ধরেই। রাজনীতি থেকে এখন তাঁর দূরত্বও অনেক। কিন্তু, ভোট আসতেই বারবার খবরের পাতায় উঠে এসেছিলেন বাংলার রাজনীতির এক সময়ের ‘চাণক্য’। সেই মুকুল রায়ের জীবনে আরও সঙ্কট। কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে বাথরুমের সামনে পড়ে গিয়েছেন বলে খবর।
গুরুতর চোটও লেগেছে বলে জানা যাচ্ছে। উদ্বেগ অনুরাগীদের মধ্যে। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে, বর্তমানে চিকিৎসার জন্য তাঁকে কলকাতার এক বেসরকারি নার্সিং নিয়ে যাওয়া হয়েছে। চিন্তায় পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, গত বছর ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে আচমকা হাজির হয়েছিলেন মুকুল রায়। যদিও তারপর থেকে তাঁকে প্রকাশ্য রাজনৈতিক কোনও মঞ্চে আর দেখা যায়নি। তবে অ্যালকেমিস্ট দুর্নীতি মামলার খবর নিয়ে শোরগোল যখনই হয়েছে তখনই উঠে এসেছে তাঁর নাম। ইডি-র ডাকও পেয়েছেন। কিন্তু, একসময়ের দাপুটে রাজনীতিবিদের ভগ্নপ্রায় শরীর, তাঁর অনুরাগীদের পাশাপাশি চিন্তা বাড়িয়েছে তাঁর বিরোধী শিবিরেও। কিছুদিন আগেই বাড়ির সামনে গেলে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিল মুকুল রায়ের ছবি। তাতেই দেখা যায়, শরীর রীতিমতো ভেঙে গিয়েছে তাঁর। এরইমধ্যে তাঁর নতুন করে অসুস্থতার খবরে চিন্তার মেঘ আরও ঘন হচ্ছে। ইতিমধ্যেই তাঁর ভর্তির পরই চিকিৎসার জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে বাইপাসের ওই বেসরকারি নার্সিং হোমে।