BJP on Anubrata: ‘উন্নয়নের ঠেলায় অসুস্থ’, অনুব্রতর অসুস্থতা খতিয়ে দেখতেও সিবিআই তদন্তের দাবি বিজেপির
Sukanta Majumdar on Anubrata: নিজাম প্যালেসে না গিয়ে সোজা এসএসকেএমে গিয়েছেন অনুব্রত। তাঁর অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
কলকাতা : পঞ্চমবার অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার নোটিস দিয়েছিল সিবিআই। বুধবার যখন তিনি কলকাতায় আসেন তখন ধরে নেওয়া হয়েছিল, এবার আর হাজিরা এড়াবেন না তিনি। সেই মতো সকালে ফ্ল্যাট থেকে বেরলেও নিজাম প্যালেসে না গিয়ে সোজা এসএসকেএমে যান তিনি। আর তাঁর এই হঠাৎ অসুস্থ হওয়ার বিষয়টা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। হাজিরা এড়াতে হাসপাতালে গেলেন কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। আর সেই প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বুধবার বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এসএসকেএমে যাওয়ার পর সুকান্ত মজুমদার তাঁকে কটাক্ষ করে বলেন, আগে বাজারে মাগুর মাছ বিক্রি করতেন অনুব্রত। আজ দেখলাম চিনার পার্কে ফ্ল্যাট আছে তাঁর। এই উন্নয়নের ঠেলাতেই অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত।
পাশাপাশি সুকান্ত মজুমদারের দাবি, অনুব্রত মণ্ডলের রোগ টা ঠিক কী, তা যেন তদন্ত করে দেখা হয়। সিবিআই-এর হাত থেকে পালানোর চেষ্টা করছেন অনুব্রত, এই অভিযোগ তুলে বিজেপি সাংসদ বলেন, তাই হাসপাতালের আউটডোরে না দেখিয়ে সোজা উডবার্ন ওয়ার্ডে চলে গেলেন অনুব্রত। তবে পালিয়ে রক্ষা পাবেন না তিনি। আজ না হোক কাল আদালত নির্দেশ দেবে সিবিআই-কে বিষয়টি দেখার জন্য।
তিনি আরও উল্লেখ করেন, এই নির্দিষ্ট দিনেই হাসপাতালের কোন চিকিৎসকেরা অনুব্রত-র অসুস্থতার কথা বলে ভর্তি হতে বলছেন, সিবিআই-এর সেটাও দেখা উচিত।
এই বিষয়ে একই মত বঙ্গ বিজেপির আর এক নেতা শমীক ভট্টাচার্যের। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘তৃণমূলের নেতা মন্ত্রীরা যখনই অসুস্থ হন তখন বেসরকারি হাসপাতালে যান কারণ সরকারি হাসপাতালে ওপর তাদের কোনও আস্থা নেই। কিন্তু যখনই কেন্দ্রীয় তদন্ত সংস্থা ডাকে তখনই সরকারি হাসপাতালে চলে যান তাঁরা। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে।’
আরও পড়ুন : Anubrata Mondal in SSKM: অনুব্রতর আবদার 12½ নম্বর কেবিন, এমন অদ্ভুত নম্বর কেন উডবার্নে?