Sukanta Majumdar: তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না,কেন্দ্রীয় বাহিনী নামবে,গুলি চলবে: সুকান্ত

Kolkata: আজ সুকান্ত এও বলেন, "আমরাও চাই প্রত্যেক বৈধ ভোটারের নাম থাকুক। কিন্তু, যার বাবা-মা-ঠাকুরদার নাম ভোটার লিস্টে নেই। অথচ তার নাম ভোটার লিস্টে উঠে গিয়েছে। এটা কীভাবে হয়েছে? আমি বলছি, ভারতীয় মুসলমানদের নাম ভোটার লিস্টে থাকবে, তাতে তাঁরা আমাদের ভোট দিন আর না দিন। কিন্তু, বাংলাদেশি মুসলমান যাঁরা অনুপ্রবেশ করেছেন, তাঁদের নাম থাকবে না।"

Sukanta Majumdar: তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না,কেন্দ্রীয় বাহিনী নামবে,গুলি চলবে: সুকান্ত
সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 15, 2025 | 8:06 PM

কলকাতা: ছাব্বিশের নির্বাচনের আগে SIR ইস্যুতে চড়ছে পারদতৃণমূল-বিজেপি দুই যুযুধান দল একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ করেই চলছেন। রাজ্যে মন্ত্রী যখন বলছেন কারও নাম অযাচিত ভাবে বাদ গেলে লন্ডভন্ড করে দেবেন, সেই সময় আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলছেন, রাজ্যের মন্ত্রীকেই বাংলাদেশে পাঠাবেন। এই সব তর্ক-বিতর্কের মধ্যেই এবার সাধারণ মুসলমানদের উদ্দেশ্যে বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)

আজ অর্থাৎ বুধবার খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ মিছিল বের করে রাজ্য বিজেপি। সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, মনোজ ওঁরাও, লকেট চট্টোপাধ্যায়ের মতো তাবড় নেতা-মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সেই মিছিল থেকেই রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বাংলাদেশ পাঠানোর বার্তা দেন বালুরঘাটের বিজেপি সাংসদ

তখনই এ কথা-ও কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার সাধারণ মুসলমানদের উদ্দেশ্যে বার্তা দেন। বলেন, তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে। যেমন মুর্শিদাবাদের সময় নেমেছিল। যদি দোকানঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোনও নেতার ছেলের জীবন যাবে না। কেন্দ্রীয় বাহিনী নামলে গুলি চলবে। আপনার বাড়ির লোকেদের গুলি লাগবে। আর তৃণমূল নেতারা AC ঘরে বসে থাকবেন।

আজ সুকান্ত এও বলেন, আমরাও চাই প্রত্যেক বৈধ ভোটারের নাম থাকুক। কিন্তু, যার বাবা-মা-ঠাকুরদার নাম ভোটার লিস্টে নেই। অথচ তার নাম ভোটার লিস্টে উঠে গিয়েছে। এটা কীভাবে হয়েছে? আমি বলছি, ভারতীয় মুসলমানদের নাম ভোটার লিস্টে থাকবে, তাতে তাঁরা আমাদের ভোট দিন আর না দিন। কিন্তু, বাংলাদেশি মুসলমান যাঁরা অনুপ্রবেশ করেছেন, তাঁদের নাম থাকবে নাএরপরই পরিষ্কার সাবিনার উদ্দেশ্যে বার্তা দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি SIR-এ না থাকে, আপনি যদি বাংলাদেশি হন সাবিনা ইসাসমিন আপনাকেও ভারতের বাইরে যেতে হবে। এখানে রাখা হবে না। আর কত লন্ডভন্ড করেন দেখছি।উল্লেখ্য়, সাবিনা এর আগে মালদহ থেকে বলেছিলেন, একটি লোকের নামও যদি অযাচিতভাবে ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িতে লন্ডভন্ড করে রেখে দেব এটা মনে রাখব। এটা মনে রাখবেন, হয়ত অনেকেই এখানে বসবাস করছেন কিন্তু ২০০২ সালে কোনও কারণে ভোটার লিস্টে নাম তুলতে পারেনি বা নদী ভাঙনে তাঁদের নথি নষ্ট হয়েছে। এবার তাঁদের নাম যদি বাদ যায় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলব না।

তবে সাবিনা একা নন, একের পর এক তৃণমূল নেতা বিধায়কদের মুখে SIR নিয়ে শোনা যাচ্ছে হুমকির সুর। কোচবিহারের মেখলিগঞ্জে দলীয় সভায় বক্তব্য রাখতে এসে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বাবু বলেন, “প্রথমে SIR। তারপর NRC হবে। পরবর্তীতে ডিটেনশন ক্যাম্পে যাবে বাদ পড়া লোকেরা। তাই কোনওভাবেই SIR করতে দেওয়া হবে না। প্রয়োজনের রক্ত গঙ্গা বইয়ে দেব।”