কলকাতা: আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার তৃতীয় দফার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হবে। এদিন বেশ কয়েকটি বিষয় নজরে রয়েছে। ১৭ সেপ্টেম্বর শুনানির আগে নতুন করে সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই মামলার তদন্ত করছে। ইতিমধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ-খুন মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ আদালতে সিবিআই কী রিপোর্ট জমা দেয় নজর সেদিকে। উভয়ের বিরুদ্ধেই ক্রাইম সিন ট্য়াম্পারিংয়ের অভিযোগ রয়েছে। সিবিআই মনে করছে, এই দু’জন বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত। তার উপর সন্দীপ ঘোষ আবার আগে থেকেই আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে।
আগের দিনের শুনানিতে এই চালান নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। প্রধান বিচারপতি স্পষ্ট করেছিলেন, এই মামলার তদন্তে চালানের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। পোস্ট মর্টেমের আগে চালান ইস্যু করা হয়েছিল কি না, তা এদিন আদালতে রাজ্যকে স্পষ্ট করতে হবে। আগেরদিনই সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, কলকাতা পুলিশ সিবিআইকে যে ফাইল দিয়েছে, তাতে চালান নেই। বিচারপতি জেবি পার্দিওয়ালাও এই চালান সংক্রান্ত বিষয়ে জানতে চান।
গত শুনানির দিনই (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে আবেদন করেছিল। সময়সীমা বেঁধে দিয়েছিল তারা। একইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও বলা হয়েছিল রাজ্যকে। যদিও সুপ্রিম-আবেদন মানা হয়নি জুনিয়র ডাক্তারদের তরফে। এখনও স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে তাঁরা। হাসপাতালগুলিতে কর্মবিরতি বহাল রেখেছেন। এ নিয়ে আজ আদালত কী বলে, নজর সেদিকেও।