Compensation Dispute: কেন্দ্রীয় প্রকল্পের টাকায় ক্ষতিপূরণ! অভিযোগ শুভেন্দুর, পাল্টা দিলেন কুণাল

সৌরভ গুহ | Edited By: অংশুমান গোস্বামী

Jun 24, 2023 | 11:07 PM

কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা থেকে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে একটি টুইটে এ সংক্রান্ত অভিযোগ করেছেন তিনি। গোটা ঘটনার কথা জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠিও দিয়েছেন।

Compensation Dispute: কেন্দ্রীয় প্রকল্পের টাকায় ক্ষতিপূরণ! অভিযোগ শুভেন্দুর, পাল্টা দিলেন কুণাল
ক্ষতিপূরণ তরজা

Follow Us

কলকাতা: ওড়িশার বালেশ্বেরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে রাজ্য। কিন্তু কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা থেকে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে একটি টুইটে এ সংক্রান্ত অভিযোগ করেছেন তিনি। গোটা ঘটনার কথা জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠিও দিয়েছেন। সেই চিঠির ছবিও ওই টুইটে পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে ২টি চেকের ছবি দিয়েছেন। এই অভিযোগ তোলার পর বিজেপি বিধায়ককে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন, “করমণ্ডল এক্সপ্রেসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ‘বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাক্টশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড’-এর ফান্ড থেকে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের নজরে এসেছে বিষয়টি এবং তারা রাজ্য সরকারকে কড়া ভাষায় তিরস্কার করেছে।” এর পর ক্ষতিপূরণের জন্য মিড ডে মিলের ফান্ড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। এ নিয়ে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকার মিড ডে মিলের ফান্ডও ক্ষতিপূরণের কাজে ব্যবহার করেছে।” বগটুইয়ে ক্ষতিপূরণ দেওয়ার সময়ও একই কাজ সরকার করেছিল বলে অভিযোগ শুভেন্দুর। এই বিষয়টি নিয়েই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি গোটা বিষয়টি তুলে ধরেছেন।

 

শুভেন্দুর এই অভিযোগের পাল্টা দিয়েছে তৃণমূলও। তৃণমূল মুখপাত্র শুভেন্দুর আচরণ নিয়ে প্রশ্ন তুলে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন। শুভেন্দুর টুইটের জবাবে তিনি লিখেছেন, “করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়ার বিষয়ে আবারও বিরোধিতা করছে বিজেপি। আর কত নীচে নামবে বিজেপি। জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার দরকার হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মননশীল নেতৃত্বে মানবিক পশ্চিমবঙ্গ সরকার ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়াতে যা দরকার করেছে। সে জন্যই ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত ফান্ডের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কখন কেন্দ্রের ফান্ডের বিষয়ে কথা বলছেন? যখন কেন্দ্রের বিজেপি শাসিত সরকারের থেকে ১.১৫ লক্ষ কোটি টাকা পাবে বাংলা। এ নিয়ে বিরোধী দলনেতা কখনও কথা বলেন না। মনরেগা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক, আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। কেন তিনি রাজ্যের হয়ে এই টাকা দাবি করেন না। রাজ্যের গ্রামীণ, আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষের পাওনা দাবি করেন না। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি বিরোধী দলনেতার এ নিয়ে কোনও সহানুভূতি নেই। তিনি প্রমাণ করছেন মানুষের সেবার জন্য তিনি কতটা অনুপযুক্ত।”

 

Next Article