Suvendu Adhikari: সরকারি কর্মীদের কিছু হলে বাংলায় আগুন জ্বলবে: শুভেন্দু

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 23, 2024 | 12:21 PM

Suvendu Adhikari: এ দিন বিরোধী দলনেতা বলেন, "এই সরকারি কর্মচারীরা দেখেছেন আবাস যোজনায় ঘর না দিয়ে তৃণমূলের নেতা নিজের গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছেন। এই সরকারি কর্মচারীরা দেখেছেন শৌচালয়ের টাকা গরিব মানুষকে না দিয়ে, হাজার হাজার টাকা তৃণমূল নেতারা নিজেদের পকেটে ঢুকিয়েছেন।"

Suvendu Adhikari: সরকারি কর্মীদের কিছু হলে বাংলায় আগুন জ্বলবে: শুভেন্দু
ধরনা মঞ্চে শুভেন্দু অধিকারী
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: দাবি বকেয়া ডিএ। তাই এবার রাজ্যের উপর চাপ বাড়াতে ফের বড় কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের। অনশনে বসেছেন সরকারি কর্মচারীরা। প্রায় ৭২ ঘণ্টা হয়ে গিয়েছে এখনও বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন করছেন। মঙ্গলবার সকালবেলা সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নামঞ্চে পৌঁছে গিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। আন্দোলনকারীদের উদ্দেশে শুভেন্দু বলেছেন, প্রয়োজনে ডিএ আন্দোলনকারীরা নবান্ন অভিযান ডাকলে তাঁদের সঙ্গে থাকবেন তিনি। তাঁর এও দাবি, সরকারি কর্মচারীদের পাশে পাবেন না বলেই ডিএ বন্ধ করেছে রাজ্য সরকার।

এ দিন বিরোধী দলনেতা বলেন, “এই সরকারি কর্মচারীরা দেখেছেন আবাস যোজনায় ঘর না দিয়ে তৃণমূলের নেতা নিজের গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছেন। এই সরকারি কর্মচারীরা দেখেছেন শৌচালয়ের টাকা গরিব মানুষকে না দিয়ে, হাজার হাজার টাকা তৃণমূল নেতারা নিজেদের পকেটে ঢুকিয়েছেন। এই সরকারি কর্মচারীরা দেখেছেন চুরি, এই সরকারি কর্মচারীরা দেখেছেন স্থায়ী ৬ লক্ষ পোস্ট অবলুপ্ত করছে সরকার। অস্থায়ী কর্মী নিয়োগ করছেন চার হাজার থেকে বারো হাজার।”

শুভেন্দু অভিযোগ করেছেন, তৃণমূল নেতারা বেকার ভাতার নামে কীভাবে ধাপ্পাবাজি করছেন। নিয়োগ পরীক্ষার কারতচুপি হয়েছে। তিনি বলেন, “পিএসসি-র কর্মচারীরা আমায় তথ্য দেন। এমনকী বামপন্থী কর্মচারীরা আমায় জানিয়েছেন, মিড-ডে মিলের টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠানে কম্বল বিতরণ করেছেন।” বিরোধী দলনেতার দাবি, এই সবের জন্য মুখ্যমন্ত্রী আতঙ্কিত। এই সকল সরকারি কর্মচারীদের তিনি তাঁর পক্ষে পাবেন না আগেই বুঝে গিয়েছেন। তাই এদের ডিএ আটকে আছে। শুভেন্দু হুমকি দিয়েছেন, রাজ্য সরাকারি কর্মচারীদের যদি কিছু হয়, বাংলায় আগুন জ্বলবে। তিনি বলেন, “ভাস্করবাবুকে বলছি ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি সঙ্গে থাকব।” অপরদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, “গভীর কোনও চক্রান্তের ইঙ্গত বাংলার বুকে। কোনও একটা গণ্ডগোল করার তালে রয়েছে বিরোধীরা।”

Next Article