শুভেন্দু বনাম অভিষেকের দ্বৈরথ স্বামী বিবেকানন্দের জন্মদিনে

শ্যামবাজার থেকে শিমলা স্ট্রিট পর্যন্ত পদযাত্রা করবেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

শুভেন্দু বনাম অভিষেকের দ্বৈরথ স্বামী বিবেকানন্দের জন্মদিনে
শুভেন্দু বনাম অভিষেকের দ্বৈরথ স্বামী বিবেকানন্দের জন্মদিনে

|

Jan 11, 2021 | 12:28 AM

কলকাতা: উত্তরে শুভেন্দু, দক্ষিণে অভিষেক। আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক দ্বৈরথ। ওই দিন শ্যামবাজার থেকে শিমলা স্ট্রিট পর্যন্ত পদযাত্রা করবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যদিকে দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

আসন্ন বিধানসভা ভোটের আগে বঙ্গে রাজনৈতিক শিবিরের মনীষীদের প্রতি অনুরক্তি আলাদা মাত্রা নিতে শুরু করেছে। কখনও রবীন্দ্রনাথ ঠাকুর, কখনও নেতাজী সুভাষচন্দ্র বসু, কখনও বা স্বামী বিবেকানন্দ। বাঙালির মননে থাকা মনীষীরাই যেন রাজনীতির নতুন ‘ঘুঁটি’ হয়ে উঠেছেন। সেটা অমিত শাহের বিশ্বভারতী সফরের মাধ্যমেই হোক, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা পদযাত্রার দ্বারা। প্রত্যেক ক্ষেত্রেই মুখ্য থেকেছেন রবীন্দ্রনাথ।

আরও পড়ুন: নাড্ডা ফিরতেই মুস্থূলির সেই পাঁচ কৃষক পরিবার তৃণমূলের বিধায়কের দ্বারস্থ!

 ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিন পালনের ক্ষেত্রেও এবার অতিসক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার। পাল্টা রাজ্যের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচি। এবার স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের ক্ষেত্রেও দু’পক্ষের রাজনৈতিক তরজা তীব্র আকার নিচ্ছে।