Nadia Sterilization: কোভিড টিকাকরণের নামে নির্বীজকরণ? লিখিত রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন

Sourav Dutta | Edited By: Soumya Saha

Dec 06, 2023 | 5:01 PM

Swastha Bhavan: এবার জেলা স্বাস্থ্য দফতরের থেকে লিখিত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। লিখিত অভিযোগ এখনও জমা না পড়লেও মৌখিকভাবে জেলা স্বাস্থ্য দফতর নিজেদের বক্তব্য জানিয়েছে স্বাস্থ্য ভবনকে। সূত্রের খবর, জেলার তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির লিখিত সম্মতি নিয়েই নির্বীজকরণ করা হয়েছে। এর জন্য টাকাও পেয়েছেন তিনি।

Nadia Sterilization: কোভিড টিকাকরণের নামে নির্বীজকরণ? লিখিত রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন
নদিয়ার নির্বীজকরণ-কাণ্ডে পদক্ষেপ স্বাস্থ্যভবনের
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নদিয়ায় নির্বীজকরণ-কাণ্ডে এবার নড়েচড়ে বসল স্বাস্থ্য ভবন। ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে নদিয়া থেকে। কোভিড টিকাকরণের নাম করে নির্বীজকরণ করা হয়েছে বলে অভিযোগ উঠছে। কালীপুজোর সময় মুম্বই থেকে নদিয়ার বাড়িতে ফিরেছিলেন পরিযায়ী শ্রমিক মাধব দেবনাথ। সেই সময়েই তাঁর সঙ্গে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেই ঘটনায় এবার জেলা স্বাস্থ্য দফতরের থেকে লিখিত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। লিখিত অভিযোগ এখনও জমা না পড়লেও মৌখিকভাবে জেলা স্বাস্থ্য দফতর নিজেদের বক্তব্য জানিয়েছে স্বাস্থ্য ভবনকে। সূত্রের খবর, জেলার তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির লিখিত সম্মতি নিয়েই নির্বীজকরণ করা হয়েছে। এর জন্য টাকাও পেয়েছেন তিনি।

শুধু তাই নয়, সূত্র মারফত এও জানা যাচ্ছে, মৌখিকভাবে জেলার তরফে অভিযোগ করা হয়েছে যে ওই ব্যক্তি সেই টাকা নিয়ে নেশা করেছিলেন। নেশাগ্রস্ত অবস্থাতেই রাস্তায় পড়ে গিয়ে চোট পান তিনি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে ব্যান্ডেজ করা হয়। এরপর বাড়ি ফেরার পর ওই ব্যক্তি সম্মতি ছাড়াই নির্বীজকরণের কথা বলতে থাকেন বলে দাবি জেলার তরফে। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।

উল্লেখ্য, নদিয়া জেলায় নির্বীজকরণ ঘিরে এই গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসতেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতর। জানা যাচ্ছে, এদিন দ্বিতীয়ার্ধে নদিয়া জেলা প্রশাসনের সঙ্গে স্বাস্থ্য দফতরের কথা হয়েছে। কী ঘটনা ঘটেছে, সেই বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়। সেই সময় প্রাথমিকভাবে জেলার তরফে এই বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানানো হয়। বলা হয়, সম্মতি নিয়েই গোটা প্রক্রিয়া হয়েছে এবং ওই ব্যক্তি টাকা পাননি বলে যে অভিযোগ করছেন, সেটিও সঠিক নয়। জেলার তরফে মৌখিকভাবে এই কথা শোনার পর স্বাস্থ্যভবন লিখিতভাবে তাদের থেকে রিপোর্ট তলব করেছে। লিখিত রিপোর্ট পাওয়ার পরই স্বাস্থ্যভবন পরবর্তী পদক্ষেপ করবে বলে জানা যাচ্ছে।

Next Article