Sweta Khan: মোবাইল ট্র্যাক করতেই কেল্লাফতে! ভরসন্ধ্যায় ধরে পুলিশের জালে পর্ন-কাণ্ডের শ্বেতা

Sweta Khan: বুধবার সকালে গল্ফগ্রিন এলাকা থেকে গ্রেফতার করা হয় শ্বেতা খানের ছেলে আরিয়ানকে। দিনভর তাঁকে জেরা করে পুলিশ। মা ও ছেলের বিরুদ্ধে পর্নোগ্রাফির ব্যবসা করার অভিযোগ উঠেছে।

Sweta Khan: মোবাইল ট্র্যাক করতেই কেল্লাফতে! ভরসন্ধ্যায় ধরে পুলিশের জালে পর্ন-কাণ্ডের শ্বেতা
শ্বেতা খানImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 11, 2025 | 9:20 PM

কলকাতা: আরিয়ানের পর এবার পুলিশের জালে শ্বেতা খান। পর্ন-কাণ্ডের খবর সামনে আসার পর থেকেই তাঁকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। মা ও ছেলে বিদেশে পালিয়ে গিয়েছে বলেও সন্দেহ বাড়ে পুলিশের। অবশেষে আরিয়ানকে জেরা করার পরই শ্বেতাকে ধরে ফেলল পুলিশ। বুধবার সকালে কলকাতার গল্ফগ্রিন থেকে গ্রেফতার করা হয়েছে আরিয়ান খানকে। আর এবার আলিপুর থেকে ধরা পড়লেন শ্বেতা।

এদিন সন্ধ্যায় হাওড়া সিটি পুলিশ গ্রেফতার করেছে শ্বেতাকে। দক্ষিণ কলকাতার আলিপুরের গোপালনগর মোড়ের কাছ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, ছেলে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করেই শ্বেতা খান ওরফে ফুলটুসির তথ্য হাতে পায় পুলিশ।

আরিয়ানের মোবাইল ফোন ট্রাক করেই শ্বেতা খানকে পুলিশ গ্রেফতার করেছে বলে সূত্রের খবর। আরও জানা যাচ্ছে যে শ্বেতার কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা।তবে টাকার অঙ্ক জানা যায়নি।

মা ও ছেলেকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ডোমজুড় থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, আজ শ্বেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামিকাল, বৃহস্পতিবার তাঁকে হাওড়া আদালতে পেশ করা হবে।

গত সপ্তাহে শনিবার প্রথম অভিযোগ সামনে আসে। এক যুবতী দাবি করেন, শ্বেতা ও আরিয়ান তাঁকে অন্য কাজের টোপ দিয়ে নিয়ে গিয়ে বারে নাচতে বাধ্য করেছিলেন। রাজি না হওয়ায় তাঁর উপর অত্যাচার চলে বলেও অভিযোগ। আর সেই অভিযোগের সূত্র ধরেই সামনে আসে শ্বেতা-আরিয়ানের পর্ন ছবির কারবার। এরপর থেকেই মা-ছেলেকে খুঁজছিল পুলিশ।