Tangra: মুখ ফেরালেন পরিজনরাও, দেনায় ডুবে থাকা দে পরিবারের বিনামূল্যে চিকিৎসা

Tangra: বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় খরচের কথা জানিয়ে যোগাযোগ করা হলে পারিবারিক বন্ধুরা বিল মেটানোর ব্যাপারে আগ্রহ দেখাননি। দে পরিবারের কপর্দক শূন্য অবস্থায় পরিজনেরাও সম্পর্ক ছিন্ন করলেন?

Tangra: মুখ ফেরালেন পরিজনরাও, দেনায় ডুবে থাকা দে পরিবারের বিনামূল্যে চিকিৎসা
ট্যাংরার দে পরিবারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 22, 2025 | 7:12 PM

কলকাতা:  দেনায় ডুবে থাকা দে পরিবারের বিনামূল্যে চিকিৎসা বেসরকারি হাসপাতালের। বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার পর্যন্ত নাবালকের চিকিৎসার খরচ ৩ লক্ষ ৩২ হাজার টাকা।  প্রণয় দে’র চিকিৎসার বিল ১ লক্ষ ৮১ হাজার টাকা। প্রথমে পারিবারিক বন্ধুরা বিল মেটানোর আশ্বাস দেন।

বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় খরচের কথা জানিয়ে যোগাযোগ করা হলে পারিবারিক বন্ধুরা বিল মেটানোর ব্যাপারে আগ্রহ দেখাননি। দে পরিবারের কপর্দক শূন্য অবস্থায় পরিজনেরাও সম্পর্ক ছিন্ন করলেন?

পরিজনেরা বিল মেটানোয় আগ্রহী নন জানার পর‌ই ছুটির বিষয়ে থানায় যোগাযোগ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের।

প্রণয়কে নিয়ে যাওয়া হচ্ছে এনআরএস-এ অর্থোপেডিক ওয়ার্ডে। কিন্তু প্রণয়ের নাবালক ছেলেকে কোথায় নিয়ে যাওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই এনআরএসের তরফ থেকে এন্টালি থানাকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা অর্থোপেডিকে একটি বেডের ব্যবস্থা করতে পেরেছে। আর সেই মতো প্রণয় দে-কে সেখানে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু নাবালক ছেলের জন্য বেডের ব্যবস্থা করতে কোনও আলাদা করে আবেদন আসেনি বলে এনআরএসের তরফে বলা হয়েছে।