Taratala Fire: নারকেলডাঙার পর এবার তারাতলা, আগুনে পুড়ে ছাই ৪০টি ঝুপড়ি

Taratala Fire: সোমবার ঘটনাটি ঘটেছে তারাতলার সিপিটি এলাকায়। সেখানে সন্ধে ৭টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। সূত্রের খবর, প্রথমে একটা সিলিন্ডার ফেটে যায়। তারপর আরও একটি বড়ো সিলিন্ডার ব্লাস্ট হয় বলে খবর। আগুন ছড়িয়ে পরে পুরো বস্তিতে।

Taratala Fire: নারকেলডাঙার পর এবার তারাতলা, আগুনে পুড়ে ছাই ৪০টি ঝুপড়ি
আগুন তারাতলায় Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 10, 2025 | 11:16 PM

কলকাতা: নারকেলডাঙায় আগুনের পুড়ে ঝুপড়ি ভস্মীভূত হওয়ার রেশ এখনও কাটেনি। দু’দিন যেতে না যেতে ফের একবার আগুনে পুড়ল একাধিক ঝুপড়ি। এবারের ঘটনাস্থল তারতলা। জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। আর তারপরই দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

সোমবার ঘটনাটি ঘটেছে তারাতলার সিপিটি এলাকায়। সেখানে সন্ধে ৭টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। সূত্রের খবর, প্রথমে একটা সিলিন্ডার ফেটে যায়। তারপর আরও একটি বড়ো সিলিন্ডার ব্লাস্ট হয় বলে খবর। আগুন ছড়িয়ে পরে পুরো বস্তিতে। জানা গিয়েছে, প্রায় চল্লিশটা ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে এই ঘটনায়। আগুন নেভাতে দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছয় ছটি ইঞ্জিন।

এ দিন, এলাকা পরিদর্শনে আসনে মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “এরা অনেক কষ্ট করে ঝুপড়িতে থাকে। আগুন লাগার কারণ দমকল বলবে। সেটা আমি জানি না। তবে এরা যেভাবে থাকে, তাতে বিদ্যুতের শর্ট সার্কিট হল নাকি গ্যাস সিলিন্ডার ফেটে হল তা বোঝা যাচ্ছে না।” প্রসঙ্গত, নারকেলডাঙায় পুড়ে ছাই হয়েছিল একাধিক ঝুপড়ি। আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় দমকলকে। মৃত্যু হয় একজনের। তারপর তারাতলার ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি করেছে।