Physical Assault: গল্পের বই দেওয়ার নাম করে ডাক, চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত শিক্ষক

Physical Assault: এরপর ওই স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টা জানালে স্কুলে সমস্ত অভিভাবকরা গিয়ে স্কুল ঘেরাও করে। স্কুলের গেটের বাইরে প্রথমে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান তাঁরা।  ইতিমধ্যে মহেশতলা থানার শিশু কন্যার পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Physical Assault: গল্পের বই দেওয়ার নাম করে ডাক, চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত শিক্ষক
এলাকায় বাড়ছে উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 22, 2026 | 11:53 AM

কলকাতা:  শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মহেশতলায়। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পক্সো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

স্কুল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার অনান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল ওই চার শিশু। অভিযোগ, স্কুলের মধ্যে বাংলার শিক্ষক চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে  গল্পের বই দেওয়ার নাম ক্লাসরুমের বাইরে ডেকে নিয়ে যান। তারপর সেখান থেকে স্কুলের দোতলায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।

এরপর ওই স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টা জানালে স্কুলে সমস্ত অভিভাবকরা গিয়ে স্কুল ঘেরাও করে। স্কুলের গেটের বাইরে প্রথমে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান তাঁরা।  ইতিমধ্যে মহেশতলা থানার শিশু কন্যার পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ পক্সো ধারায় মামলা রুজু করে।  তৎপরতার সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে এর আগেও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে বলে জানা দিয়েছে। প্রশ্ন উঠছে, তারপরও কেন ওই শিক্ষকের বিরুদ্ধে এতদিন কোনও পদক্ষেপ করেনি পুলিশ।  এখনও আদালতে সেই মামলা বিচারাধীন রয়েছে। এই বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে চান অভিভাবকরা। ঘটনার জেরে স্কুলে পঠনপাঠন ব্যাহত হয়েছে।