Teachers Protest: রাতভর পথে শিক্ষক-শিক্ষিকারা, নতুন করে দানা বাঁধছে বিক্ষোভ

Souvik Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 28, 2024 | 8:11 AM

Teachers Protest: আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি আছে, ততদিন পর্যন্ত পথেই অবস্থানে থাকতে চান তাঁরা। সেই অনুমতি চেয়ে আজ, শনিবার লালবাজারে যাবে ওই শিক্ষকদের একটি প্রতিনিধি দল।

Teachers Protest: রাতভর পথে শিক্ষক-শিক্ষিকারা, নতুন করে দানা বাঁধছে বিক্ষোভ
রাতভর অবস্থানে শিক্ষকরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নতুন করে বিক্ষোভে উত্তপ্ত রাজপথ। শুক্রবার সারা রাত রাস্তাতেই কাটালেন একদল শিক্ষক-শিক্ষিকা। শুক্রবার দুপুরেই শুরু হয়েছিল তাঁদের মিছিল। রাতে রানি রাসমণি রোডে গিয়ে অবস্থানে বসতে চান তাঁরা। কিন্তু পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এরপর বড় পুলিশ বাহিনী পৌঁছয় রানি রাসমণিতে। আন্দোলনকারীদের অনুরোধের পর তাঁদের ওয়াই চ্যানেলে যাওয়ার নির্দেশ দেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। সেই মতো ওয়াই চ্যানেলেই রাত কাটিয়েছেন তাঁরা।

চাকরিপ্রার্থীদের আন্দোলন চলেছে দীর্ঘদিন ধরে। এবার যাঁরা পথে নেমেছেন, তাঁরা চাকরিরত। মূলত এসএলএসটি নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষিক-শিক্ষিকারা এই আন্দোলনে সামিল হয়েছেন। তাঁদের দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের অযোগ্যদের মতোই শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। সেই কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি আছে, ততদিন পর্যন্ত পথেই অবস্থানে থাকতে চান তাঁরা। সেই অনুমতি চেয়ে আজ, শনিবার লালবাজারে যাবে ওই শিক্ষকদের একটি প্রতিনিধি দল।

যাঁরা আন্দোলন করছেন, তাঁরা মূলত ২০১৬-র এসএলএসটি-তে নিযুক্ত। তাঁদের দাবি,  যোগ্য যাঁরা , তাঁদের প্যানেল যাতে বাতিল না হয়। যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, সেই যোগ্যদের জন্যও কেন একই শাস্তি, তা নিয়ে প্রশ্ন তুলছেন ওই শিক্ষক-শিক্ষিকারা।

Next Article