Weather: চৈত্র শেষে ফাগুনের আমেজ, বর্ষশেষের বাকি দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

Weather: বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। রাতে বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, সেই ঝড়বৃষ্টির জেরেই চৈত্র শেষে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে।

Weather: চৈত্র শেষে ফাগুনের আমেজ, বর্ষশেষের বাকি দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?
কী বলছে হাওয়া অফিস? Image Credit source: Getty image

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 11, 2025 | 9:03 AM

কলকাতা: চৈত্র মাস শেষ হতে আর তিনদিন বাকি। এইসময় গরমে প্রাণ ওষ্ঠাগত হয়। অথচ সেই চৈত্র মাসের শেষে যেন ফাগুনের আমেজ। একরাতের ঝড়বৃষ্টিতে অনেকটাই কমে গেল তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, একরাতে ৪ ডিগ্রি পারাপতন হয়েছে কলকাতায়।

গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। রাতে বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, সেই ঝড়বৃষ্টির জেরেই চৈত্র শেষে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। শুক্রবার সকালেও ফাগুনের আমেজ পাওয়া গিয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।

চৈত্র মাসের বাকি দিনগুলির আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া অফিস জানিয়েছে, চৈত্রের বাকি দিনগুলিতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টিও। চৈত্রের শেষে তাপপ্রবাহের আশঙ্কা থাকে। কিন্তু, এবার সেই আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে আবহাওয়াবিদরা। ফলে চৈত্রের বাকিগুলি ফাগুনের আমেজে কাটে নববর্ষকে স্বাগত জানাতে তৈরি হতে পারবেন বাঙালিরা।

এদিকে, গতকাল ঝড়বৃষ্টির পর রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম জুলফিকার শেখ (৩৪)। জানা গিয়েছে, ঝড়ের ফলে বিদ্যুৎবাহী তার ছিঁড়ে রাস্তায় পড়েছিল। গঞ্জের বাজার থেকে দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় পড়ে থাকা তার সাইকেলে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।