
কলকাতা: সকাল থেকে কুয়াশা জমেছে শহরে। কিন্তু, শীত? সে কি ধরা দিচ্ছে শহুরে মনে? হাওয়া অফিস বলছে, না। শীতের ধরা আর হয়তো মিলবে না। কুয়াশা জমলেও, বিশেষ পারদপতন দেখা যায়নি। তার মধ্যেই আবার নতুন শঙ্কার পূর্বাভাস।
ফাল্গুনের শুরুতেই মগডালে উঠল পারদ। আগামী দু’দিনের মধ্যে রাতের অন্ধকারে দাপট বাড়াবে তাপমাত্রা। ইতিমধ্যেই ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। মেদিনীপুরে পারদ উঠেছে ৩৫.২ ডিগ্রি পর্যন্ত। একই হাল বাঁকুড়ারও। সেখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৪ ডিগ্রির ঘরে।
এখনও কাটেনি ফেব্রুয়ারি। আর তার আগেই রেকর্ড গড়ছে গরম। ফলত, আগামী কয়েক মাসে যে কী হাল হতে চলেছে বাঙালির, সেই নিয়ে বাড়ছে চিন্তা।
উল্লেখ্য, তবে গরমের পাশাপাশি ফাল্গুনের শুরুতেই যে ভিজতে পারে বঙ্গের মাটি, সেই ইঙ্গিতটা দিয়েছে হাওয়া অফিস। সম্ভবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার। আসন্ন সপ্তাহের বুধ থেকে শনি, মোট ৪ দিন রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা। ৩ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায়।
১৯ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর ও কলকাতা-হাওড়া সংলগ্ন এলাকায়। এর এক-দু’দিন আগে থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে। এই সময়কালেই আবার দার্জিলিং-কালিম্পঙে হতে পারে তুষারপাত।