Weather Update: মাঘেও চৈত্রের গরম, ৩০ ডিগ্রি ছুঁয়ে রেকর্ড! আর কত বাড় বাড়বে তাপমাত্রা?

Weather Update: তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে ভালই দেখা যাবে কুয়াশার দাপট। পরে আকাশ আংশিক মেঘলা থাকবে। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের মোট ১২ জেলায়। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে।

Weather Update: মাঘেও চৈত্রের গরম, ৩০ ডিগ্রি ছুঁয়ে রেকর্ড! আর কত বাড় বাড়বে তাপমাত্রা?
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jan 30, 2025 | 9:33 PM

কলকাতা: হাওয়া ঘুরতেই মাঘে সঙ্গী ঘাম। ৩০ ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলল সর্বোচ্চ তাপমাত্রা। পুরুলিয়া, মেদিনীপুরে ৩০ ডিগ্রির উপরে পারদ। ২১ ডিগ্রিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, আগামী ৫ দিনে ঠান্ডা আর ফিরবে না। সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে সরস্বতী পুজোর পর সামান্য হলেও পারা পতন দেখা যাবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষে সামান্য নামতে পারে তাপমাত্রা।

তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে ভালই দেখা যাবে কুয়াশার দাপট। পরে আকাশ আংশিক মেঘলা থাকবে। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের মোট ১২ জেলায়। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে। তবে সবথেকে বেশি ঘন কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গে। সেই তুলনায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন সকাল থেকেই ঘন কুয়াশা দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদের মতো দক্ষিণের জেলাতে। 

এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৬৪ থেকে ৯৩ শতাংশের মধ্যে।