
কলকাতা: এপ্রিল মাসের শুরু থেকেই আশঙ্কা ছিল, এবার গরম বাড়বে। যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছিল, তার জেরেই গত সপ্তাহে দফায় দফায় ঝড়-বৃষ্টি হয়েছে। সকালের দিকে গরম থাকলেও বিকেলে বা সন্ধ্যায় আরমদায়ক আবহাওয়া অনুভূত হয়েছে। তবে, এবার সেই আবহাওয়ার পরিবর্তন হওয়ার আশঙ্কা।
গরমের দাপট একলাফে অনেকটা বাড়ার আশঙ্কা। সোমবারই অ্যালার্ট (সতর্কবার্তা) জারি করা হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। কলকাতাতে তো তাপমাত্রা বাড়বেই, তবে পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ায় যেভাবে তাপমাত্রা বাড়তে চলেছে, তা বেশ উদ্বেগজনক।
সোমবার সকাল থেকেই ভ্যাপসা গরম বেশ টের পাওয়া যাচ্ছে। দরদর করে বেরচ্ছে ঘাম। হাওয়াও খুব বেশি নেই, ফলে সন্ধ্যার পর তাপমাত্রা কমবে, এমন আশাও খুব একটা নেই। তবে আগামিদিন হতে পারে ভয়ঙ্কর। আগামী ৪ দিনে ৬ ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
পশ্চিমাঞ্চলে ফের তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। মূলত ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াকে সতর্ক করা হয়েছে। ওইসব জেলায় ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। কলকাতায় ভ্যাপসা গরমের অস্বস্তি আরও বাড়বে। এখনই ৪০ না পেরলেও ৩৭ ডিগ্রির আশপাশে থাকবে মহানগরের তাপমাত্রা।