
কলকাতা: আরও কমে যাবে তাপমাত্রা। তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে গোটা রাজ্যের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী এক সপ্তাহে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে উত্তরের কিছু কিছু জেলায় এদিন বৃষ্টি হতে পারে। বেশি ভিজতে পারে দার্জিলিংয়ের মতো জেলা। তবে মোটের উপর আগামী সাতদিন উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। আগামী তিন থেকে চারদিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারাপতন দেখা যেতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, মালদহের মতো সব জেলাতেই পারাপতন দেখা যেতে পারে।
তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে কুয়াশা একদমই দেখা যাবে না তা নয়। গত কয়েকদিনের একটানা পারাপতনের মধ্যেই পশ্চিমের জেলাগুলির পাশাপাশি কলকাতা ও আশপাশের জেলাগুলিতেও কমবেশি কুয়াশার দেখা মিলেছে। তবে বেলার বাড়তেই কুয়াশার চাদর পাতলা হয়েছে।
অন্যদিকে, কলকাতাতেও আগামী তিনদিন তাপমাত্রা অনেকটাই কমে যাবে বলে জানা যাচ্ছে। আকাশও পুরোপুরি পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। চারদিনের মধ্যে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। তিন থেকে চারদিনের মধ্যে একই ছবি দেখা যেতে পারে পশ্চিমের দিকের জেলাগুলিতেও। সেখানেও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াসের পারাপতন দেখা যেতে পারে। আপাতত পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বৃষ্টির পূর্বাবাস থাকছে না উপকূলবর্তী জেলাগুলিতেও।