Winter in Bengal: শীতলতম দিন কাটিয়ে ফের বাড়ছে তাপমাত্রা, কলকাঠি নাড়ছে কে?

West Bengal Weather: দক্ষিণবঙ্গের পাশাপাশি কুয়াশার দাপট চলবে উত্তরবঙ্গেও। রবিবারের পর সোমবারও পার্বত্য এলাকা-সহ কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে।

Winter in Bengal: শীতলতম দিন কাটিয়ে ফের বাড়ছে তাপমাত্রা, কলকাঠি নাড়ছে কে?
আবহাওয়ায় বড় পরিবর্তনImage Credit source: Sudipta Das/NurPhoto via Getty Images

| Edited By: জয়দীপ দাস

Dec 28, 2025 | 11:20 AM

কলকাতা: ঘন কুয়াশার ঘেরাটোপে বাংলা। প্রায় ২১০০ কিমি দীর্ঘ কুয়াশার চাদর! পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত ঢাকা কুয়াশায়। এরইমধ্যে জলীয় বাষ্প বাড়ায় কিছু বেড়ে গেল রাতের তাপমাত্রা। তার জেরেই এবার ১৪ ডিগ্রি সেলসিয়াসে চলে এল শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৫৮ থেকে ৮৯ শতাংশের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার গ্রাফ কিছুটা বেড়েছে। সামান্য বেড়ে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। আগামী সোমবার-মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। বুধবার থেকে পারদ আরও কিছুটা ঊর্ধ্বমুখী হবে। 

আবহাওয়া দফতর বলছে, নতুন বছরের শুরুতে আরও কমবে ঠান্ডা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফিকে হবে শীত। পরপর পশ্চিমী ঝঞ্ঝার দেখা মিলবে আগামী কয়েকদিন। জম্মু-কাশ্মীরেও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩০ ডিসেম্বর মঙ্গলবার। 

শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে যেতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে কুয়াশার দেখা মিলবে প্রায় সব জেলাতেই।

দক্ষিণবঙ্গের পাশাপাশি কুয়াশার দাপট চলবে উত্তরবঙ্গেও। রবিবারের পর সোমবারও পার্বত্য এলাকা-সহ কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। অন্যদিকে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার দেখা মিলবে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের নিচে।